চাকরি খুঁজছেন? অফিসে না গিয়ে বাড়ি বসে কাজ করতে চান? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য একেবারে ঠিকঠাক।
জিও রিলায়েন্সে কেরিয়ার গড়তে চান এমন দশম ও দ্বাদশ পাস ছেলেমেয়েদের জন্য সুখবর রয়েছে। জিও বাড়ি থেকে কাজ করার সুবর্ণ সুযোগ দিচ্ছে চাকরির জন্য আবেদনকারীদের। যার সাহায্যে আবেদনকারী সহজেই বাড়ি থেকে কাজ করে এতে কেরিয়ার গড়তে পারবেন। কোথায় কীভাবে আবেদন করে জিও থেকে নিজের কেরিয়ার গড়তে পারবেন সে ব্যাপারে আলোচনা করা হয়েছে এই প্রতিবেদনে।
জিও অনলাইন ওয়ার্ক ফ্রম হোম জব করার জন্য আপনাকে কমপক্ষে ১টি কম্পিউটার বা ল্যাপটপ, ব্যাটারি ইনভার্টার এবং ইন্টারনেট কানেকশন একসাথে রাখতে হবে। যাতে সহজেই জিও অনলাইন ওয়ার্ক ফ্রম হোম জব-এ ক্যারিয়ার গড়তে পারেন। জিও ছাড়াও অন্য যে কোনো জায়গায় ওয়ার্ক ফ্রম হোম কাজ করার জন্য এই জিনিসগুলো হাতের কাছে থাকা খুব জরুরী।
জিও অনলাইন ওয়ার্ক ফ্রম হোম চাকরির জন্য আবেদন করতে আপনাকে নীচে উল্লেখ করা ধাপগুলো অনুসরণ করতে হবে: –
- জিও অনলাইন ওয়ার্ক ফ্রম হোম জবের জন্য আবেদন করতে প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে যেতে হবে।
- হোম পেজে আসার পর অনলাইনে ওয়ার্ক ফ্রম হোম জব এর অনেক অপশন পাবেন।
- এবার আপনাকে এখানে আপনার পছন্দের কাজটি বেছে নিতে হবে।
- আপনার পছন্দের চাকরি নির্বাচন করার পরে এবার আবেদন করার বিকল্প পাবেন । পছন্দের বিকল্পের ওপর আপনাকে ক্লিক করতে হবে।
- ক্লিক করার পরেnআপনার সামনে একটি পপ আপ আসবে।
- এখন এখানে আপনাকে সাবধানে এই পপ আপে চাওয়া তথ্য ইনপুট করতে হবে। হয়ে গেল আপনার ফর্ম ফিল আপের কাজ। এরপর সাবমিট অপশনে ক্লিক করে দিন।
- ক্লিক করার পরে আপনার সামনে এই চাকরি সংক্রান্ত আবেদনের আরও একটি ফর্ম খুলবে। এটাও খুব মন দিয়ে, কোনো ভুল না করে ফিল আপ করতে হবে।
- এখানে চাওয়া সমস্ত নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
- সবশেষে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
- আবেদনকারী ফ্রেসার হলে বার্ষিক ২.৪ লক্ষ টাকা আয় করতে পারবেন।