ঘর হবে ঠাণ্ডা পকেট থাকবে গরম, এমনই A.C লঞ্চ হয়েছে বাজারে

ফোনের জগতে শাওমি আগেই সাড়া ফেলে দিয়েছে। ফোন ছাড়াও শাওমি ব্র্যান্ডের রয়েছে অন্যান্য ইলেকট্রনিক পণ্য। সেখানেও ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করতে চাইছে কোম্পানি। স্মার্ট…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ফোনের জগতে শাওমি আগেই সাড়া ফেলে দিয়েছে। ফোন ছাড়াও শাওমি ব্র্যান্ডের রয়েছে অন্যান্য ইলেকট্রনিক পণ্য। সেখানেও ধীরে ধীরে নিজেদের জায়গা পাকা করতে চাইছে কোম্পানি। স্মার্ট ফোনের পাশাপাশি এয়ার কন্ডিশনার বা কুলারের ব্যাপারেও চমক দিচ্ছে শাওমি। শাওমির এমআইজেআইএ ৫ লেভেল এনার্জি এফিসিয়েন্সি সিস্টেম ব্যবহার করে সুপার ফাস্ট রুম কুলিং এসি বাজারে আনছে। কোম্পানির দাবি অনুযায়ী এটি সাধারণ এসির থেকে অনেক বেশি কার্যকর এবং পকেট ফ্রেন্ডলি। এই ডিভাইসটি ব্যবহার করলে নাকি সাধারণ শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের থেকে ৩০% কিলোওয়াট বিদ্যুৎ কম খরচ হয়।

Advertisements

চীনের বাজারে শাওমি কোম্পানি এই কুলিং এসি ইতিমধ্যে চালু করেছে। এই শীতাতপ নিয়ন্ত্রকের কুলিং পাওয়ার ক্যাপাসিটি ১ এইচপি। প্রতিষ্ঠানটির দাবি অনুযায়ী, মাত্র ৩০ সেকেন্ডে ১৩ বর্গমিটারের ঘরকে ঠান্ডা করার ক্ষমতা রয়েছে এই ডিভাইসের। কোম্পানির দাবি অনুযায়ী, এই শীতাতপ নিয়ন্ত্রিত এসি বাহ্যিক পরিবেশ অনুযায়ী ৫৫ ডিগ্রি সেন্টিগ্রেডেও কাজ করতে পারে।

Advertisements

শাওমি মিজিয়া এয়ার কন্ডিশনার কুল এডিশন এই এসির চীনের বাজারে দাম রাখা হয়েছে ১,৯৯৯ ইউয়ান চীনা ইউয়ান। তবে ভারতীয় মুদ্রায় এর মোট দাম হতে পারে ২৪০০০ টাকা। তবে ভারতীয় বাজারে কবে এটি চালু করা হবে তা স্পষ্ট নয়।

শাওমি মিজিয়া এসিতে হাই কোয়ালিটি কম্প্রেসর এবং চমৎকার বিয়াস উইন্ডোর সাথে অ্যাটাচমেন্ট দেওয়া হয়েছে। যন্ত্র চলার সময় শব্দও কম হয় বলে দাবি কোম্পানির। শীতাতপ নিয়ন্ত্রিত এই এসি ৩০ কিলোওয়াট বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম। ফোনের মাধ্যমেও কন্ট্রোল করা যাবে এই এসি।

Advertisements