আপামর টেক প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শাওমি। বিগত কয়েক বছর বিশ্বের বাজারে একের পর এক উন্নত প্রযুক্তির সামগ্রী লঞ্চ করে গ্যাজেড প্রেমীদের একাংশের অন্যতম পছন্দের হয়ে উঠেছে এই ব্র্যান্ড। শুধু ফিচার নয়, শাওমি কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট নির্ভরতা যুগিয়েছে সাধারণ মানুষকে। এবার সুখবর। সস্তা হয়ে যাচ্ছে শাওমি কোম্পানির একটি ইলেকট্রিক প্রোডাক্ট। বিস্তারিত জানতে পড়তে হবে পুরো প্রতিবেদন।
চীনা টেক কোম্পানি শাওমি তাদের দেশীয় বাজারে নতুন এবং একটি সস্তা স্মার্ট টিভি চালু করেছে। এর নাম Xiaomi TV EA43। ২০২২ সালে একই নামের একটি মডেল সামনে এনেছিল কোম্পানি। পুরনো মডেলের মতো চলতি বছরের নতুন মডেলে খুব একটা বেশি হেরফের নেই। নাম এবং ফিচার, দুই মডেলের মধ্যে পার্থক্য উনিশ বিশের।
Xiaomi TV EA43 স্মার্ট টিভিটি চীনে লঞ্চ করা হয়েছে সেখানকার মুদ্রায় ৭৯৯ ইউয়ানে অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯ হাজার ১৪৪ টাকায়। এই দামে ৪৩ ইঞ্চি টিভি লঞ্চ করা সত্যি খুব বড় ব্যাপার। এই টিভির বিক্রয় প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ভারত সহ অন্যান্য বৈশ্বিক বাজারে এই টিভি কবে পাওয়া যাবে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। উল্লেখ্য, শাওমি টিভি EA মডেলগুলো চীনের বাইরে এখনও বিক্রি করা হয়নি।
Xiaomi TV EA43-তে রয়েছে ৪৩ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। স্লিম বেজেল দিয়ে এই টিভি তৈরি করেছে শাওমি। এই টিভিতে HDR সাপোর্ট নেই। টিভিতে ইনস্টল করা প্রসেসর সম্পর্কেও কোনো তথ্য প্রকাশ্যে আনেনি শাওমি। টিভিতে থাকছে ১ জিবি র্যাম ও ৮ জিবি স্টোরেজ। তবে যে প্রসেসর ব্যবহার করা হয়েছে তা আগের মডেলের আপগ্রেড সংস্করণ হিসেবে বলে মনে করা হচ্ছে। ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টও দেওয়া হয়েছে এই স্মার্ট টিভিতে। এই টিভিতে ৮-৮ ওয়াটের দুটি স্পিকার রয়েছে, যা মোট ১৬ ওয়াটের সাউন্ড জেনারেট করতে সক্ষম।