কেয়া বাত! এবার একেবারে বিনামূল্যে 4G ফোন উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে Jio

জিও ফোন ৪জি ফিচার ফোনের কথা নিশ্চই সবাই শুনেছেন। এই ফোনটি রিলায়েন্স জিও ২০১৭ সালে চালু করেছিল। এটি ভারতের সবচেয়ে সস্তা ৪জি ফোন বলে বিবেচিত…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

জিও ফোন ৪জি ফিচার ফোনের কথা নিশ্চই সবাই শুনেছেন। এই ফোনটি রিলায়েন্স জিও ২০১৭ সালে চালু করেছিল। এটি ভারতের সবচেয়ে সস্তা ৪জি ফোন বলে বিবেচিত হয়। জিওর এই বাজেট ফোনে রয়েছে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, ৫১২ এমবি RAM এবং ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। এতে রয়েছে ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ভিজিএ ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে রয়েছে ২০০০ এমএএইচ ব্যাটারি।

Advertisements

আপনি যদি জিওর কোনও প্রিপেইড বা পোস্টপেইড প্ল্যানে সাবস্ক্রাইব করে থাকেন তবে জিওর এই ৪জি ফোনটি বিনামূল্যে পেয়ে যেতে পারেন। সময় বিশেষে জিও ফোনের ওপর দারুণ কিছু অফার দিয়ে থাকে কোম্পানি। এই অফার কাজে লাগিয়ে আপনি ফোনের ওপর ডিসকাউন্ট কিংবা একবারে বিনামূল্যে উপহার হিসেবে পেয়ে যেতে পারেন জিও ৪জি ফিচার ফোন। আপনার কাছে যদি কোনও পুরানো ৪জি ফিচার ফোন থাকে তবে সেটি জিও ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করতে পারেন।

Advertisements

জিও তার প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহকদের জন্য রিচার্জ অফারও অফার করে থাকে। এই অফারগুলিতে, আপনি রিচার্জে ছাড় বা বিনামূল্যে উপহার পেতে পারেন। জিওর অফিসিয়াল ওয়েবসাইট বা যে কোনও রিটেইল স্টোর থেকে জিও ফোন অফার সম্পর্কে আরও তথ্য পেতে পারেন।

Jio 4G

জিও ফোনটি বিশেষভাবে তাদের জন্য ডিজাইন করা হয়েছিল যারা ইন্টারনেট ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু দামি স্মার্টফোন কিনতে সক্ষম হননি। জিও ফোনে ইতিমধ্যেই জিওর ৪জি পরিষেবা ইনস্টল হয়ে হয়েছে। জিওর এই ফোনের দাম মাত্র ১ হাজার ৪৯৯ টাকা। আলোচিত এই ফিচার ফোনে আপনি পেয়ে যাবেন – ৪জি কানেকশন, ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, ৫১২ মেগাবাইট RAM, ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ভিজিএ ফ্রন্ট ক্যামেরা, ২০০০ এমএএইচ ব্যাটারি।

Advertisements