যদি এই মুহূর্তে আপনি একটি নতুন 5G মোবাইল ক্রয় করতে চান তবে Realme 10 Pro Plus 5G মোবাইলটি অবলীলায় রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। তাও যদি Realme 10 Pro Plus 5G দুর্দান্ত স্মার্টফোনটি মাত্র 1,000 টাকায় কিনতে পারেন, তবে তো সোনায় সোহাগা। আজ আমরা এই নিবন্ধে আপনাদের জানাতে চলেছি, কিভাবে আপনি একটি 28,000 হাজার টাকার স্মার্টফোন মাত্র 1,000 হাজার টাকায় ক্রয় করতে পারবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
এই মুহূর্তে অনলাইন শপিং সেন্টার Flipkart-এ Realme 10 Pro Plus 5G ফোনটির দাম দেখাচ্ছে 27,999 টাকা। তবে Flipkart এই মোবাইলটি বর্তমানে 7% ডিসকাউন্টে বিক্রি করছে। ফলে স্বাভাবিকভাবেই আপনার ফোনটির দাম কমে গিয়ে দাঁড়িয়েছে মাত্র 25,999 টাকায়। তবে এখানেই শেষ নয়, Flipkart এই দুর্দান্ত স্মার্টফোনটির জন্য আরো একটি বিশেষ অফার ঘোষণা করেছে। আর সেটি হল Flipkart Smartphone Exchange offer।
Flipkart-এর এই দুর্দান্ত অফারটি গ্রহণ করলে আপনি 25,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। অর্থাৎ আপনি আপনার পুরনো ফোনটি দিয়ে Realme 10 Pro Plus 5G ক্রয় করার ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত ছাড় গ্রহণ করতে পারেন। তবে, এই এক্সচেঞ্জ ডিলের সম্পূর্ণ সুবিধা উপভোগ করতে গেলে যে ফোনটা আপনি বদলাচ্ছেন তার পরিস্থিতিও অত্যন্ত ভাল হতে হবে। ফোনের স্ক্রিনে বা বডিতে যেন কোনও স্ক্র্যাচ থাকলে এই অফারটির সুবিধা সম্পূর্ণ পাবেন না আপনি। অর্থাৎ এই সুবিধাটি গ্রহণ করতে হলে আপনাকে একটি অক্ষত ফোন দিতে হবে Flipkart-এ।