সিংহর ঘেরাটোপে বাঁদর! শেষে বাঁদরামি করেই জীবন রক্ষা, ভাইরাল ভিডিও

কখন যে কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে বোঝা দুষ্কর। কখনও এমন কিছু ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে যা দেখলে সাধারণ মানুষ নিজেদের ঠাণ্ডা…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

কখন যে কোন ভিডিও ভাইরাল হয়ে যাবে বোঝা দুষ্কর। কখনও এমন কিছু ভিডিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে যা দেখলে সাধারণ মানুষ নিজেদের ঠাণ্ডা রাখতে পারেন না। প্রচুর সমালোচনা করা হয়ে থাকে। আবার এমনও কিছু ভিডিও আছে যে সত্যি দেখার মতো। এসব কিছুই ছাপিয়ে রয়েছে পশু পাখির ভিডিও। এই ধরণের ভিডিওকে হয়তো কেউ খারাপ বলতে পারবেন না। পশু পাখির ভিডিও দেখলে হয় মুখে হাসি ফুটবে নয়তো বিস্মিত হবেন আপনি। এই প্রতিবেদনে তেমনই একটি ভিডিওর ব্যাপারে আলোচনা করা হচ্ছে। যেটা দেখলে আপনার মুখে হাসিও করে ফুটবে আবার অবাকও হবেন একই সঙ্গে।

Advertisements

ইউটিউবে জনপ্রিয় এই ভিডিওতে দেখা গিয়েছে, এই পাল সিংহ বিশ্রাম করছে কিংবা ঘোরাফেরা করছে একটি ব্রিজের ওপর। ওখানেই আবার রয়েছে এক ঝাঁক বাঁদর। সিংহ বলে কথা তাই বাঁদরের বাঁদরামি বন্ধ। ব্রিজের ওপর সিংহ, ব্রিজের নীচে ঝুলছে বাঁদর। মাঝ মধ্যে তাদের ডাক শোনা যাচ্ছে। সিংহের ঝাঁক গেল কি না সেটা দেখার জন্য একটি বাঁদর আবার উঁকি দিতে গিয়েছিল ব্রিজের ওপর। ব্যাস, ওমনি সিংহের গর্জন। বাঁদর আবার ঝুলে পড়ল ব্রিজের নীচে।

Advertisements

গত ২০ জুন ইউটিউব চ্যানেল লেটেস্ট সাইটিংস থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, বাবুনের বা বাঁদরের এই দলটি সিংহ দ্বারা বেষ্টিত ছিল। সেই মুহৃতে চারিদিকে শিকারি ঘোরাফেরা করছিল তাই বাবুনের বা বাঁদরের পালানোর কোনো পথ ছিল না। এমন পরিস্থিতিতে তারা হওয়ায় ঝুলে থাকার সিদ্ধান্ত নেয়। এই আশ্চর্যজনক ভিডিওটি ক্যামেরায় ধারণ করেছিলেন মাইক বট। তিনি মালামালা গেম রিজার্ভের গাইড। এখন এই ক্লিপটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মেও শেয়ার করা হচ্ছে। খবরটি লেখার সময় পর্যন্ত এটি ৩.৩ মিলিয়নের বেশি ভিউ এবং প্রায় সাড়ে তিন হাজার লাইক পেয়েছে। নেটিজেনদের অনেকে আবার ভিডিওটি দেখে মন্তব্য করেছেন। আপনিও দেখে নিন চট করে।

Advertisements