উফ কি নাচ! নেট জগতে আগুন ধরালেন যুবতী, দেখুন সেই ভিডিও

ইন্টারনেটে ব্যতিক্রমী কিছু করলেই যেন সেটা ভাইরাল কনটেন্ট। আর নিজের ট্যালেন্ট প্রদর্শন করলে তো কোনো কথাই নেই। সত্যি ভালো প্রদর্শন করলে লোকেরা প্রশংসা করবেন, পারফরম্যান্স…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ইন্টারনেটে ব্যতিক্রমী কিছু করলেই যেন সেটা ভাইরাল কনটেন্ট। আর নিজের ট্যালেন্ট প্রদর্শন করলে তো কোনো কথাই নেই। সত্যি ভালো প্রদর্শন করলে লোকেরা প্রশংসা করবেন, পারফরম্যান্স ভালো না হলে ট্রোল। ভালো এবং খারাপ দুই ক্ষেত্রেই কিছু প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব। সম্প্রতি নেট দুনিয়ায় একের পর এক নাচের ভিডিও ভাইরাল হয়েছে। যার মধ্যে বেশিরভাগ নাচের ভিডিও সত্যি প্রশংসা পাওয়ার যোগ্য।

Advertisements

এই প্রতিবেদনে যে ভিডিওটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটাও বেশ উপভোগ্য এবং সেই সঙ্গে অবশ্যই মনোরঞ্জক। ভিডিওটি ইউটিউবে রয়েছে। খুব বড় ভিডিও নয়। অল্প সময়ের মধ্যে ‘Sajaunga Lutkar Bhi’ গানে মেয়েটি নিজের প্রতিভার যে আভাস দিয়েছে তাতেই মুগ্ধ হয়েছে নেট দুনিয়ার অনেকের। ইন্টারনেটে বিভিন্ন ভাষার গানের সঙ্গে ভাইরাল হয় নাচ। সবার পক্ষে প্রতিটা ভাষা জানা সম্ভব নয়। কিন্তু গানের বিটের সঙ্গে শিল্পের নাচের ছন্দ মিলছে কি না সেটা মোটামুটি অনেকেই আঁচ করতে পারেন। পনেরো সেকেন্ডের আলোচ্য এই ভিডিওটিতে মেয়েটি যতটা পারফর্ম করছে তাতেই অনেকে বলতে পারেন টেন অন টেন। ঠিক জায়গায় ব্যবহার করা হয়েছে সঠিক বডি মুভমেন্ট।

Advertisements

নাচের পদক্ষেপের সাথে সাথে মেয়েটির পোশাক জ্ঞান নিয়েও আলাদা করে বলতে হয়। এই গানের সঙ্গে এই ধরণের দ্রুত লয়ের আধুনিক নাচ, পারফেক্ট পোশাক। দেহের প্রতিটা মুভমেন্টের সঙ্গে মানিয়ে গিয়েছে এই পোশাক। সব মিলিয়ে পোশাক পরিচ্ছদ থেকে নাচের তাল, লেটার নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে এই শিল্পী। এই শিল্পীর নাচের ভিডিও অবশ্য আগেও একাধিকবার সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল এবং প্রতি ক্ষেত্রেও নেটিজেনদের প্রশংসা এবং ভালোবাসা পেয়েছিলেন তিনি।

Advertisements