Government Employees: 46% হতে চলেছে মহার্ঘ ভাতা, এই তারিখে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আসতে চলেছে বিরাট সুখবর

একদিকে যখন রাজ্যের কর্মচারীরা নিজেদের মহার্ঘ ভাতার জন্য দিনের পর দিন অনশন করে চলেছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আরও একটি বড় সুখবর দিতে চলেছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

একদিকে যখন রাজ্যের কর্মচারীরা নিজেদের মহার্ঘ ভাতার জন্য দিনের পর দিন অনশন করে চলেছে, অন্যদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য আরও একটি বড় সুখবর দিতে চলেছে ভারত সরকার। 42% মহার্ঘ ভাতা থেকে বেড়ে খুব শীঘ্রই 46% মহার্ঘ ভাতা পেতে চলেছে সরকারি কর্মচারীরা। আপনাদের জানিয়ে রাখি, 2023 সালের 1 জানুয়ারি 38 শতাংশ মহার্ঘ ভাতা থেকে 4 শতাংশ বাড়িয়ে কেন্দ্র সরকারের কর্মচারীদের 42 শতাংশ মহার্ঘ ভাতা পরিমাণ নিশ্চিত করেছিল শ্রম দপ্তর।

Advertisements

উল্লেখ্য, প্রতি ছয় মাস অন্তর কেন্দ্র সরকারের কর্মচারীদের এই মহার্ঘ ভাতার পরিমাণ বৃদ্ধি পায়। 2023 সালের 1 জানুয়ারিতে মহার্ঘ ভাতা 42 শতাংশ করা হয়। পরিসংখ্যান অনুযায়ী, আগামী 1 জুলাই থেকে এই মহার্ঘ ভাতার পরিমাণ আরও বৃদ্ধি পেতে চলেছে। দ্রব্যের ঊর্ধ্বমূল্যের কারণে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের এই মহার্ঘ ভাতা প্রদান করে থাকে ভারত সরকার। দেখে নিন, পরিসংখ্যান অনুযায়ী এবার মহার্ঘভাতা কতটা বৃদ্ধি পেলে চলেছে-

Advertisements

7 তম বেতন কমিশনারের অধীনে স্থির হবে কেন্দ্র সরকারের কর্মচারীদের কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ কতটা বৃদ্ধি পাবে। জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার সূচক বেড়েছে ০.৫ পয়েন্ট। বর্তমানে সূচকটি 132.8 তে রয়েছে। ডিসেম্বরে এটি ছিল 132.5। এই পরিসংখ্যানের পরিপ্রেক্ষিতে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতার স্কোর 1 শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরের পরিসংখ্যান অনুসারে, মহার্ঘ ভাতা ছিল 42.37 শতাংশ। এর ফলে জানুয়ারি থেকে 42 শতাংশ মহার্ঘ ভাতা পেতে শুরু করেন কেন্দ্র সরকারের সকল কর্মচারীরা।

তবে ছয় মাস পরে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ঠিক কতটা বৃদ্ধি পাবে, চলুন দেখে নেওয়া যাক তার হিসাব। বিগত এক মাসে মহার্ঘ ভাতার হার বেড়েছে 1 শতাংশ। অর্থাৎ বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতার হার গিয়ে দাঁড়িয়েছে 43.37 শতাংশে। সামনে এখনও তিন মাসের বেশি সময় রয়েছে সরকারি কর্মচারীদের হাতে। ধারণা করা হচ্ছে, এই সময়ের মধ্যে মহার্ঘ ভাতার স্কোর গিয়ে দাঁড়াবে 45.55 শতাংশে। ফলে জুলাই মাস থেকে সরকারি কর্মচারীরা 46% মহার্ঘ ভাতা পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

Advertisements