দেদার সুদ দিচ্ছে পোস্ট অফিস, মাত্র ৬০০ টাকা জমা করে পেয়ে যান লাখ টাকার ফান্ড

ঠিক করে অংক কষলে সবই সম্ভব। যারা ভাবছেন অল্প টাকা জমালে কিছু করা সম্ভব নয়, তারা ভুল ভাবছেন। মাসে মাত্র ৬০০ টাকা জমা করেও ১…

Published By: Pritam Santra | Published On:
Advertisements

ঠিক করে অংক কষলে সবই সম্ভব। যারা ভাবছেন অল্প টাকা জমালে কিছু করা সম্ভব নয়, তারা ভুল ভাবছেন। মাসে মাত্র ৬০০ টাকা জমা করেও ১ লক্ষ টাকা নিজের নামে করা সম্ভব। পোস্ট অফিসে রয়েছে এমনই একটা স্কিম।

Advertisements

ভারতীয় পোস্ট অফিসের আইআরডি স্কিমের সুবিধা নিলে সহজেই ১ লক্ষ টাকার ফান্ড তৈরি করা যাবে। পোস্ট অফিসের আরডি স্কিমে ৬.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সে ক্ষেত্রে মাসে ৬০০ টাকার আরডি স্কিম চালু হলে সহজেই ১ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে যুক্ত করতে পারবেন। পোস্ট অফিসের এই স্কিমতি ৫ বছরের জন্য। পরে এর মেয়াদ আরও বাড়িয়ে নেওয়া যেতে পারে।

Advertisements

এমন পরিস্থিতিতে যদি ৬০০ টাকার আরডি স্কিম শুরু করেন তাহলে ৫ বছরে ৪২ হাজার ৫৯৩ টাকার ফান্ড পেয়ে যাবেন।এই প্ল্যানে আপনার পক্ষ থেকে জমাকৃত রাশি হবে ৭২ হাজার টাকা এবং সুদ বাবদ পাবেন ২৯,৩৮৮ টাকা। এইভাবে সহজেই ক্ষুদ্র সঞ্চয় থেকে প্রতি মাসের বিনিয়োগে ১ লক্ষ টাকার ফান্ড গড়া সম্ভব।

Indian Post Office

পোস্ট অফিস আরডি স্কিমে আপনি কমপক্ষে ১০০ টাকা জমা দিতে পারেন। যদিও সর্বাধিক আমানতের সীমা রাখা হয়নি। এর অর্থ আপনি যত টাকা চান জমা করা যেতে পারে। পোস্ট অফিস আরডি স্কিম বর্তমানে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সুদের হার প্রতি ৩ মাসে পর্যালোচনা করা হয়। তবে আরডি যে সুদের হারে শুরু হবে সেটা শেষ না হওয়া পর্যন্ত একই হারে সুদ পাবেন।

Advertisements