এই মুহূর্তে ভারতীয় বাজারে যে ক’টি টেলিকমিউনিকেশন কোম্পানি রয়েছে, তার মধ্যে গ্রাহকদের সবচেয়ে বেশি সুবিধা দিয়ে থাকে jio। দ্রুত গতির ইন্টারনেটের পাশাপাশি একাধিক চোখ ধাঁধানো সুবিধা গ্রাহকদের জন্য অফার করে থাকে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানিটি। বর্তমানে এই কোম্পানিটি Jio Fiber সার্ভিস চালু করেছে। যেখানে গ্রাহকদের জন্য একাধিক প্ল্যান উপলব্ধ করিয়েছে কোম্পানিটি। যার মধ্যে আপনার জন্য সবচেয়ে সহজ প্যাকেজ হিসেবে 399 টাকার রিচার্জ প্ল্যান রেখেছে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Jio-র সবচেয়ে সহজ অফার সম্পর্কে-
যদি আপনি Jio-র সার্ভিস পছন্দ করে থাকেন তবে আজকেই গ্রহণ করতে পারেন 399 টাকার সহজ প্ল্যান। সহজ এই রিচার্জে আপনি পেয়ে যাবেন দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা। যদি এই প্ল্যানটি আপনি গ্রহণ করতে চান সে ক্ষেত্রে আপনাকে GST সহ মোট 440 টাকা রিচার্জ করতে হবে। এই প্ল্যানটি গ্রহণ করলে আপনি 30Mbps ইন্টারনেট স্পিড সহ 30 দিনের বৈধতা পাবেন। চলুন দেখে নেওয়া যাক, Jio-র আরও কিছু দুর্দান্ত প্ল্যান সম্পর্কে-
1. 699 টাকার প্ল্যান: জিওর এই দুর্দান্ত পরিকল্পনায় আপনি 100Mbps দ্রুতগতির আনলিমিটেড ইন্টারনেট সুবিধা পাবেন। যেটির বৈধতা থাকবে 30 দিন।
2. 1179 টাকার প্ল্যান: এই পরিকল্পনার অধীনে আপনি 90 দিনের বৈধতা সহ 30Mbps ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাবেন।
কিভাবে গ্রহণ করবেন Jio Fiber?
ভারতবর্ষের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে সবচেয়ে প্রথমে Jio ব্রডব্যান্ড কানেকশন দেওয়া অফিসে যোগাযোগ করতে হবে। যেখানে ইন্টারনেট সুবিধার নিরাপত্তার জন্য আপনাকে মাত্র 1500 টাকা জমা করতে হবে। এরপর কর্মীরা এসে আপনার বাড়িতে ব্রডব্যান্ড ইনস্টল করবে। যদি Jio Fiber-এর সুবিধা আপনার পছন্দ না হয়, তবে নিরাপত্তার জন্য রাখা 1500 টাকা আপনি ফেরত পাবেন।







