কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বহু আক্ষেপের স্থান এবার হতে চলেছে মেরামত। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আইনতভাবে কেন্দ্র সরকারের কর্মচারীরা পেতে চলেছে পুরনো পেনশন স্কিমের সুবিধা। তবে কেন্দ্র সরকারের কোন কর্মচারীরা এই সুবিধার আওতায় আসবেন তা নিয়ে রয়েছে বিরাট জল্পনা। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কর্মচারীদের একাংশ পাবেন এই সুবিধা। সমস্ত কর্মচারীদের পুরনো পেনশন স্কিমের আওতায় আনা হচ্ছে না। তবে কারা এই ইস্কিমের যোগ্য? চলুন জেনে নেওয়া যাক-
সদ্য প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাতেগোনা কয়েকজন কর্মচারীকে পুরনো পেনশন স্কিমের সুবিধা দেওয়া হবে। সব কর্মচারী এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন না।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ন্যাশনাল পেনশন সিস্টেমের বিজ্ঞপ্তির তারিখের আগে বিজ্ঞাপিত পোস্টের অধীনে কেন্দ্রীয় সরকারের পরিষেবাতে যোগদানকারী কর্মচারীরা অর্থাৎ NPS, 22 ডিসেম্বর, 2003 এর অধীনে চাকরিপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারের কর্মীরা পুরানো পেনশন স্কিমে যোগদানের জন্য যোগ্য। তারা চাইলে পুরনো পেনশন স্কিমে আবেদন করতে পারেন।
তবে সে ক্ষেত্রেও রয়েছে একাধিক বাধা নিষেধ। কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যদি কোন কর্মী নিজের ইচ্ছায় পুরনো পেনশন স্কিমে নিজের নাম অন্তর্ভুক্ত করেন তবে তিনি আর নতুন পেনশন স্কিমে প্রত্যাবর্তন করতে পারবেন না। এটি তার পছন্দের বিকল্প হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করবে। তখন তাকে কেন্দ্র সরকারের পুরনো পেনশন স্কিমের আওতায় রেখে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, 22 ডিসেম্বর, 2003-এর পরে প্রকাশিত আবেদনপত্রের উপর নির্ভর করে নিয়োগ প্রাপ্ত সরকারি কর্মচারীরা পুরনো পেনশনের সুবিধা পাবেন না। তারা ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় থেকে কেন্দ্র সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবেন। উল্লেখ্য, পুরনো পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য কেন্দ্র সরকারের কর্মচারীরা 31 আগস্ট, 2023 পর্যন্ত সময় পাবেন। এর মধ্যে তাকে সরকারি দপ্তরে আবেদন করতে হবে।