Jio Plan: jio-র গোপন রহস্য ভাইরাল, মাত্র 200 টাকার কম রিচার্জে পাবেন আনলিমিটেড ইন্টারনেট সাথে আনলিমিটেড কলিং

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা Jio ফের তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল। আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলের মত প্যাকেজ ঘোষণা করেছে Jio। ইন্টারনেটের ব্যবহার…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারতের সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন সংস্থা Jio ফের তাদের গ্রাহকদের জন্য বড় ঘোষণা করল। আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলের মত প্যাকেজ ঘোষণা করেছে Jio। ইন্টারনেটের ব্যবহার বাড়াতে আরও একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে মুকেশ আম্বানির কোম্পানিটি। গ্রাহকদের ইন্টারনেটের জন্য ইন্টারনেটের সুবিধা বাড়াতে এবার এই পদক্ষেপটি গ্রহণ করতে চলেছে Jio।

Advertisements

আপনি যদি এই মুহূর্তে 200 টাকার কম মূল্যের একটি রির্চাজ প্লান সম্পর্কে জানাতে চান তবে আমরা আপনাদের জিও-র দুর্দান্ত প্ল্যান সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। 200 টাকার কাছাকাছি দুটি দুর্দান্ত প্ল্যান রয়েছে জিও কোম্পানির কাছে। যার মধ্যে একটি 179 টাকার প্ল্যান এবং অন্যটি 199 টাকার প্ল্যান।

Advertisements

Jio 179 টাকার প্ল্যান:
যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য জিওর সবচেয়ে কম দামে এই প্ল্যান সম্পর্কে বলি, তবে এই প্ল্যানটি 24 দিন বৈধতার সাথে উপভোগ করতে পারবেন আপনি। এই প্ল্যানের অধীনে প্রতিদিন 1GB হাই-স্পিড ইন্টারনেট ফেসিলিটি সহ আনলিমিটেড কলের পাশাপাশি প্রতিদিন 100SMS পাবেন।

Jio 199 টাকার প্ল্যান:
দেশের সবচেয়ে দুর্দান্ত টেলিকমিউনিকেশন সেক্টর জিওর এই দুর্দান্ত প্ল্যানের অধীনে প্রতিদিন 1.5GB ইন্টারনেটের পাশাপাশি দিন প্রতি 100SMS পাবেন। এছাড়া আনলিমিটেড কলের মতো সুবিধা পাবেন আপনি।

Advertisements