বিনিয়োগের দ্বিগুণ রিটার্ন দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস! এই পদ্ধতিতে করুন আবেদন

আর নয় অপেক্ষা, এক্ষুনি দু'হাত ভরে গ্রহণ করুন ভারতীয় পোস্ট অফিসের এই লাভজনক স্কিম। ভবিষ্যতের কথা চিন্তা করে এই মুহূর্তে ব্যাংক অথবা পোস্ট অফিসে টাকা…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আর নয় অপেক্ষা, এক্ষুনি দু’হাত ভরে গ্রহণ করুন ভারতীয় পোস্ট অফিসের এই লাভজনক স্কিম। ভবিষ্যতের কথা চিন্তা করে এই মুহূর্তে ব্যাংক অথবা পোস্ট অফিসে টাকা ইনভেস্ট করতে চাইছেন? তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের লাখপতি হওয়ার সহজ রাস্তা দেখিয়ে দিতে চলেছি। যেখানে ১০ বছরের জন্য টাকা ইনভেস্ট করলে আপনি দ্বিগুন টাকা রিটার্ন পাবেন।

Advertisements

আজ্ঞে হ্যাঁ, ভারতীয় পোস্ট অফিস আপনার জন্য সময়ের সেরা সুযোগ নিয়ে এসেছে। ১০ বছরের ফিক্স ডিপোজিটের ওপর দিগুন টাকা রিটার্ন দিচ্ছে পোস্ট অফিস। এই নিবন্ধে আমরা আপনাদের বলে রাখি, বর্তমানে পোস্ট অফিসের ১ বছরের টিডি স্কিমে ৬.৯ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। ২ বছরের টিডিতে সেটি ৭ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। এছাড়া ৩ বছরের টিডি স্কিমেও ৭ শতাংশ হারে এবং ৫ বছরের টিডি স্কিমে ৭.৫ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে।

Advertisements

আপনি যদি এই মুহূর্তে পাঁচ বছরের টিডি স্কিমে ৫ লাখ টাকা জমা করেন তবে ৭.৫ শতাংশ সুদের হারে নির্ধারিত সময় শেষে ২,২৪,৯৭৪ টাকা সুদ পাবেন। অর্থাৎ সময়সীমা অতিক্রম হলে ৭,২৪,৯৭৪ টাকা রিটার্ন পাবেন আপনি। তবে যদি ওই টাকা ১০ বছরের জন্য টিডি স্কিমে জমা করেন, তবে দ্বিগুনেরও বেশি টাকা ফেরত পাবেন আপনি। আমরা আপনাদের জানিয়ে রাখি, ৫ লাখ টাকা ১০ বছরের টিডি স্কিমে ডিপোজিট করলে নির্ধারিত সময় শেষে ১০,৫১,১৭৫ টাকা রিটার্ন পাবেন আপনি।

কিভাবে করবেন সুযোগের ব্যবহার?
পোস্ট অফিসের এই দুর্দান্ত সুযোগ কাজে লাগাতে হলে কমপক্ষে আপনার বয়স হতে হবে ১০ বছর। আপনি সিঙ্গেল কিংবা তিনজন মিলিতভাবে যৌথ একাউন্ট খুলে এই স্কিমের অধীনে টাকা বিনিয়োগ করতে পারেন। শুধু তাই নয়, অ্যাকাউন্ট খোলার সময় নমিনেশনের সুবিধাও পাবেন আপনি।

Advertisements