যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত মুঠোফোন ক্রয় করতে চান, তবে আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Realme-র একটি দুর্দান্ত স্মার্টফোনের সঙ্গে। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, 10 জুন চীনের বাজারে Realme 11 সিরিজের অত্যাধুনিক মোবাইল লঞ্চ করতে চলেছে কোম্পানিটি।
তবে এই সিরিজের ক’টি স্মার্টফোন সংস্থাটি বাজারজাত করবে সে বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, সংস্থাটি 11 লাইন-আপে মোট তিনটি মডেলের স্মার্ট ফোন লঞ্চ করবে। যে ফোন গুলি যথাক্রমে Realme 11 5G, Realme 11 Pro 5G এবং Realme 11 Pro+ 5G নামে লঞ্চ করা হতে পারে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Realme 11 Pro+ স্মার্টফোনের বিস্ময়কর কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-
আজ এই সিরিজের সবচেয়ে অত্যাধুনিক মোবাইল Realme 11 Pro+ 5G লঞ্চ করেছে চায়না এই স্মার্ট ফোন নির্মাণ প্রস্তুতকারক সংস্থাটি। কোম্পানির তরফ থেকে ফোনটির অত্যাধুনিক ফির্চাস সম্পর্কে কোনরকম তথ্য প্রকাশ করা না হলেও, গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ফোনটির পিছনে একটি বৃহৎ বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। যেখানে প্রাথমিক সেন্সর হিসেবে 200 মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা পারবেন গ্রাহকরা। বৃহৎ বৃত্তাকর মডিউলের মাঝ বরাবর একটি ফ্লাশ লাইট থাকবে বলে অনুমান করা হচ্ছে। তাছাড়া সেলফি প্রেমীদের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে।
এছাড়া যদি Realme 11 Pro+ 5G ফোনের ডিসপ্লের কথা বলি, তবে দুর্দান্ত এই স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে দেখতে পাবেন গ্রাহকরা। তাছাড়া ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি–7 সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে। Realme 11 Pro+ 5G ফোনটিতে সর্বাধিক 16GB র্যামের সাথে 1TB স্টোরেজ লক্ষ্য করা যেতে পারে। এছাড়া দুর্দান্ত এই স্মার্ট ফোনে 100 watt ফার্স্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর বিশাল ব্যাটারি প্যাক লক্ষ্য করা যাবে বলে মনে করা হচ্ছে। যদি দামের কথা বলি, তবে বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে দুর্দান্ত এই স্মার্টফোনের প্রারম্ভিক মূল্য 23,999 টাকা থেকে শুরু হতে পারে।