বর্তমানে এমন কোন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, যার কাছে একটি স্মার্টফোন নেই। কম দামের হোক কিংবা বেশি, প্রত্যেক ব্যক্তি স্মার্টফোন ব্যবহার করতে স্বাচ্ছন্দ বোধ করেন। বিশেষ করে তরুণ তরুণীদের মধ্যে স্মার্টফোন ক্রয় করার প্রবণতা চোখে পড়ার মতো। এবার স্মার্টফোনের জগতে নতুন ইতিহাস লিখতে চলেছে ফোন নির্মাণ কোম্পানি মটোরোলা। তারা তাদের জনপ্রিয় মোবাইলটি (Motorola Edge 30 Ultra) গ্রাহকদের জন্য 27 হাজার টাকা কম মূল্যে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
এই অফারটি গ্রহন করতে হলে আপনাকে অনলাইন প্লাটফর্ম flipkart থেকে মোবাইলটি ক্রয় করতে হবে। আসলে, বর্তমানে flipkart-এ Big Bachat Dhamal Sale চলছে। এই সুযোগে আপনি আপনার পছন্দের ফোনটি 70 হাজার টাকার বদলে মাত্র 55 হাজার টাকায় ক্রয় করতে পারবেন। তবে অফারটি এখানেই শেষ নয়, flipkart আপনাকে এক্সচেঞ্জ অফার দিচ্ছে। যেখানে আপনি আপনার পুরনো ফোনটি বদল করে সর্বোচ্চ 5 হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
যদি Motorola Edge 30 Ultra ফোনের বৈশিষ্ট্যের কথা বলি, সেক্ষেত্রে এই মোবাইলটিতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 50+12 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দিয়েছে কোম্পানি। যদি সেকেন্ডারি ক্যামেরার কথা বলি, তবে এই ফোনে 60 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। মটোরোলার এই মোবাইলটি আপনি দুটি ভেরিয়ান্টে কিনতে পারবেন। 8GB RAM+128GB storage এবং 12GB RAM+256GB storage-এর সঙ্গে উপলব্ধ রয়েছে ফোনটি।
যদি এই ফোনের ডিসপ্লের কথা বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটিতে Qualcomm Snapdragon 8+ Gen 1-এর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া 4610mAh ব্যাটারির সঙ্গে 125W টার্বোপাওয়ার চার্জিং-এর সুবিধা রয়েছে। এছাড়া মাত্র 7 মিনিটের চার্জে ফোনটি সারাদিন চলতে পারে বলে জানিয়েছেন কোম্পানিটির কর্মকর্তারা।