Nokia Aroow Specs: 7500mAh ব্যাটারির সাথে 64MP ক্যামেরা! চোখ ধাঁধানো ফির্চাস নিয়ে বাজার কাঁপাতে আসছে নোকিয়া

অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে নিজেদের লম্বা পদক্ষেপ খেলতে চলেছে মোবাইল নির্মাণ কোম্পানি নোকিয়া। দীর্ঘ কয়েক বছর microsoft-এর পেছনে দৌড়ে অবশেষে অ্যান্ড্রয়েডের পথে হাঁটতে চলেছে এই…

Published By: ZB Digital Desk | Published On:
Advertisements

অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জগতে নিজেদের লম্বা পদক্ষেপ খেলতে চলেছে মোবাইল নির্মাণ কোম্পানি নোকিয়া। দীর্ঘ কয়েক বছর microsoft-এর পেছনে দৌড়ে অবশেষে অ্যান্ড্রয়েডের পথে হাঁটতে চলেছে এই প্রতিষ্ঠানটি। চলতি বছরে বিশ্ববাজারে চোখ ধাঁধানো ফির্চাস নিয়ে Nokia Aroow Specs মডেলের ফোনটি বাজারজাত করতে চলেছে নোকিয়া। আজ আমরা এই নিবন্ধে আপনাদের জানাতে চলেছি ফোনটির ফির্চাস সম্পর্কে-

Advertisements

চলতি বছরে বাজারে আসতে চলা Nokia Aroow Specs ফোনটিতে 7500mAh ব্যাটারি দিতে চলেছে নোকিয়া। পাশাপাশি চোখ ধাঁধানো ক্যামেরা উপলব্ধ করাতে চলেছে কোম্পানিটি। জানা গেছে, Nokia Aroow Specs ফোনটিতে 64MP-এর প্রধান ক্যামেরা থাকবে। যদি ফোনটির ডিসপ্লের সম্পর্কে জানতে চান তবে বলে রাখি, Nokia Arrow 2023 ফোনটিতে 1080 x 2460 পিক্সেলের সাথে 6.8-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। পাশাপাশি কর্নিং গোরিল্লা 7 গ্লাসের প্রটেকশন রয়েছে ফোনটিতে।

Advertisements

যদি ফোনটির প্রসেসর সম্পর্কে বলি, তবে আমরা আপনাকে জানিয়ে রাখি, ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি বাজারে ২টি ভ্যারিয়েশনে উপলব্ধ করাতে চলেছে নোকিয়া। 8GB র‍্যামের সাথে 256GB স্টোরেজ এবং 12GB র‌্যামের সাথে 512GB স্টোরেজের সাথে ফোনটি বাজারে আনতে চলেছেন নোকিয়া। ফোনটিতে 16MP-এর সেলফি ক্যামেরা রয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তাছাড়া ফোনটি android 12-এর সাথে বাজারে উপলব্ধ হবে। যদি ফোনটির চার্জিং ক্ষমতা সম্পর্কে আমরা আপনাদের জানাই, তবে নোকিয়া ফ্ল্যাগশিপ ক্ষমতায় 60W ফাস্টিং এবং 15W ফাস্ট বাইকিং প্রযুক্তির সাথে এই ফোনটি বাজারে গ্রাহকদের জন্য উন্মুক্ত করতে চলেছে।

Advertisements