নিজেদেরকে অ্যান্ড্রয়েডে আপগ্রেড করতে না পেরে এক সময়ের ভারতীয় বাজার দখলকারী মোবাইল নির্মাতা কোম্পানি নোকিয়া আজ নিজের অস্তিত্ব হারাতে চলেছে। যেখানে ৯০ দশকে দেশের ৫০ ভাগের বেশি মানুষ নোকিয়ার মোবাইল ব্যবহার করতেন সেখানে আজ নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে মোবাইল জগতের এই সের কোম্পানিটি। তবে খুব শীঘ্রই তারা আবার তাদেরকে পুরনো ছন্দে ফিরিয়ে আনতে একের পর এক যুগান্তিকারী সিদ্ধান্ত নিচ্ছে। microsoft ভুলে বর্তমানে নোকিয়া প্রতিষ্ঠানটি Android version-এর মোবাইল প্রস্তুত করতে উঠে পড়ে লেগেছে।
এবার সেই তাগিদে খুব শীঘ্রই নতুন একটি মোবাইল লঞ্চ করতে চলেছে নোকিয়া। জানা গিয়েছে, চলতি বছরে একাধিক হাইপ্রোফাইল মোবাইল বাজারে রপ্তানি করবে একসময়ের মোবাইল কিং এই কোম্পানিটি। ইতিমধ্যে ‘নোকিয়া মেট প্রো ম্যাক্স প্যাক’ বাজারজাত করার জন্য সমস্ত পরিকল্পনা সমাপ্ত করা হয়েছে। আসুন আজ এই ফোনের সমস্ত ফির্চাস সম্পর্কে জেনে নেওয়া যাক-
নোকিয়ার তরফ থেকে জানানো হয়েছে 4k ভিডিও ধারণকারী ‘নোকিয়া মেট প্রো ম্যাক্স প্যাকে’ 6.7 ইঞ্চির অ্যামোলেট ডিসপ্লের সাথে বাজারে উপলব্ধ হবে। পাশাপাশি নোকিয়ার এই ফোনটি android সিস্টেম 10-এর ওপর নির্ভর করে বানানো হয়েছে। সফটওয়্যার বিভাগের কথা যদি আমরা বলি তাহলে আপনাদের জানিয়ে রাখি, নক্যাডসেট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 855 চিপসেট ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তাছাড়া নোকিয়ার এই নতুন ফোনটি 5G সংস্করণে বাজারজাত করা হবে।
আমরা আপনাদের আরও জানিয়ে রাখি, ফোনটি দুটি ভ্যারিয়েন্টে বাজারে উপলব্ধ হবে। যেখানে আপনারা চাইলে 8/256 কিংবা 12/512 ভ্যারিয়েন্টের মোবাইল ক্রয় করতে পারবেন। এছাড়া মেমোরি কার্ডের সাহায্যে এক্সটার্নাল মেমোরি 512GB পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ফোন ব্যবহারকারীরা। যদি নোকিয়া মেট প্রো ম্যাক্স ফোনে ক্যামেরার কথা বলি, তবে প্রাথমিক ক্যামেরা হিসেবে 64MP লেন্স এবং দ্বিতীয় ক্যামেরা হিসেবে 20MP লেন্স ব্যবহার করা হয়েছে। পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে এই ফোনটিতে 32MP লেন্স ব্যবহার করা হয়েছে।