নবরাত্রি এবং দীপাবলিতে লটারি পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা, এক ধাক্কায় বাড়তে চলেছে বেতন

১৮ মাসের বকেয়া ডিএ সহ লটারি পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এবং পেনশনভোগীরা। সূত্রের রিপোর্ট অনুযায়ী, কমবেশি ১ কোটির বেশি কর্মচারীরা এই সুবিধা পেতে চলেছেন।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

১৮ মাসের বকেয়া ডিএ সহ লটারি পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এবং পেনশনভোগীরা। সূত্রের রিপোর্ট অনুযায়ী, কমবেশি ১ কোটির বেশি কর্মচারীরা এই সুবিধা পেতে চলেছেন। শুধুমাত্র বকেয়া মহার্ঘ ভাতা নয়, বিভিন্ন সূত্রের মান্যতা অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দীর্ঘ আন্দোলনের অবসান ঘটতে চলেছে দিপাবলীর আগেই। ৭ম পে-কমিশনের বেতন পরিকাঠামো অনুযায়ী প্রায় ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের।

Advertisements

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে ভারতের প্রায় ৬৪ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী হিসেবে নিযুক্ত রয়েছেন। পাশাপাশি প্রায় ৪০ লাখ মানুষ রয়েছেন পেনশনভোগী। বলা যেতেই পারে, প্রায় ১ কোটির বেশি মানুষ সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন।

Advertisements

আমরা আপনাদের বলি, করোনা মহামারির জন্য প্রায় ১৮ মাস কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত ছিলেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, এবার বাকি থাকা সেই মহার্ঘ ভাতা খুব শীঘ্রই কর্মচারীদের ব্যাংক একাউন্টে জমা করতে চলেছে মোদি সরকার। জানলে অবাক হবেন, বাকি থাকা মহার্ঘভাতা হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি কর্মচারীর একাউন্টে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা ঢুকতে চলেছে।

উল্লেখ্য, বর্তমানে ভারত সরকারের অধীনস্থ সকল কর্মীরা ৪২ শতাংশ মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। যা আরও বৃদ্ধি করার জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন সরকারি কর্মীরা। এবার সেই প্রসঙ্গেও বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, আসন্ন নবরাত্রি অথবা দীপাবলীর আগেই ৩ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা।

Advertisements