ভারতসহ বিশ্ব বাজারে গ্রাহকদের ক্যামেরার অভাব পূরণ করতে নতুন উদ্যোগ নিয়েছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি OnePlus। বিভিন্ন সূত্রের খবর অনুসারে, সম্প্রতি ভারতীয় বাজারে জনপ্রিয় এই স্মার্টফোন কোম্পানিটি Nord CE 3 Lite নামের একটি ধাসু ফোন লঞ্চ করেছে। যার দুর্দান্ত ফির্চাস দেখে রীতিমতো অবাক হয়েছেন গ্রাহকরা। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান তবে নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের দুর্দান্ত ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
যদি OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লের কথা বলি, তবে এই ফোনে 6.72 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 1,800 x 2,400 পিক্সেল রিজল্যুশন সাপোর্ট করতে সক্ষম। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী প্রসেসরের কথা বলি, তবে এতে স্ন্যাপড্র্যাগন 695 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। যা আপনার ফোনকে সাবলীলভাবে ভাবে চলতে সাহায্য করবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা।
পাশাপাশি এই ফোনের অন্যান্য দুর্দান্ত ফির্চাস সম্পর্কে যদি আমরা আপনাদের বলি, তবে এই ফোনটি 8GB/16GB RAM এবং 256GB Storage-এর সাথে উপলব্ধ রয়েছে বিশ্ববাজারে। আপনি চাইলে ফোনটির ধারণ ক্ষমতা 1TB পর্যন্ত বাড়াতেও পারবেন। এছাড়া ফোনে সিকিওরিটির জন্য পার্শ্ববর্তী মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সরও রয়েছে। যদি দুর্দান্ত এই ফোনের ব্যাটারির কথা বলি, তবে এতে 67W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।
যদি নতুন এই দুর্দান্ত স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে নতুন ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপের সাথে একটি শক্তিশালী সেলফি ক্যামেরা প্রদান করা হয়েছে। 108 মেগাপিক্সেলের প্রধান সেন্সরের সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। পাশাপাশি সেলফি তোলার জন্য OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও প্রদান করা হয়েছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ভারতের বাজারে এর প্রারম্ভিক মূল্য 19,999 টাকা নির্ধারণ করা হয়েছে।