বাজার কাঁপাতে 200MP ক্যামেরার ধাসু ফোন লঞ্চ করল Redmi! 15 হাজারের ফোন চার্জ হবে মাত্র 19 মিনিটে

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে আপনার জন্য সেরা ডিল নিয়ে এসেছে চীনা ফোন নির্মাণ সংস্থা Redmi। সম্প্রতি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে আপনার জন্য সেরা ডিল নিয়ে এসেছে চীনা ফোন নির্মাণ সংস্থা Redmi। সম্প্রতি ভারতের বাজারে নিজেদের লেটেস্ট ফোন লঞ্চ করেছে কোম্পানিটি। আপনার বাজেট যদি 20 হাজার টাকার কম হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার পছন্দের তালিকায় রেখে দিতে পারেন Redmi Note 12 Pro Plus ফোনটিকে। আজ আমরা এই নিবন্ধে আপনাদের দুর্দান্ত এই ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

প্রথমে যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে Redmi Note 12 Pro+ 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। যা 120 হার্টস রিফ্রেশরেট ও 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করতে সক্ষম। Android 12 অপারেটিং সিস্টেম ভিত্তিক এই স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 1080 চিপসেট ব্যবহার করা হয়েছে।

Advertisements

তবে Redmi Note 12 Pro+ 5G ফোনের প্রধান আকর্ষণ এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরা। এই ফোনে রয়েছে 200 MP প্রাইমারি ক্যামেরা। সঙ্গে পাবেন 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনে থাকবে 16 MP ক্যামেরা। এছাড়া শক্তিশালী এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120 ওয়াট হাইপার চার্জ টেকনোলজি যুক্ত 4,980mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির তরফ থেকে দাবী করা হয়েছে, এই ফাস্ট চার্জিং ফির্চাসের সাহায্যে Redmi Note 12 Pro+ 5G ফোনটি মাত্র 19 মিনিটের মধ্যে 100 শতাংশ পর্যন্ত চার্জ হবে।

যদি শক্তিশালী এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে বেস ভেরিয়েন্টে 8GB RAM এবং 256GB Storage-এর দাম রাখা হয়েছে 29,999 টাকা। পাশাপাশি 12GB RAM + 256GB Storage-এর ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 32,999 টাকা। তবে দুর্দান্ত এই স্মার্টফোনটিতে আপনি এক্সচেঞ্জ অফার পাবেন। যা ব্যবহার করে আপনি 15 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। তবে কত টাকা এক্সচেঞ্জ বোনাস পাবেন, সেটি নির্ভর করছে আপনি কেমন কন্ডিশনের ফোন কোম্পানির সাথে এক্সচেঞ্জ করছেন তার ওপর।

Advertisements