Nokia Magic Max: এবার iPhone-কে টক্কর দিতে নতুন পরিকল্পনা নোকিয়ার, শীঘ্রই বাজারে আসছে অবিশ্বাস্য স্মার্টফোন

বিশ্ব বাজার দখলে বর্তমানে উঠে পড়ে লেগেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে থাকলেও বর্তমানে নতুন রূপে ফিরেছে এই ফোন নির্মাণ প্রতিষ্ঠানটি। বিগত কয়েক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিশ্ব বাজার দখলে বর্তমানে উঠে পড়ে লেগেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। দীর্ঘদিন প্রতিযোগিতার বাইরে থাকলেও বর্তমানে নতুন রূপে ফিরেছে এই ফোন নির্মাণ প্রতিষ্ঠানটি। বিগত কয়েক বছরে একের পর এক দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করে বাজার দখলের লড়াইয়ে বেশ কিছু অগ্রসর হয়েছে নোকিয়া। তবে খুব শীঘ্রই iPhone-কে টক্কর দিতে নতুন 5G ফোন লঞ্চ করতে চলেছে তারা। সূত্রের খবর, আসন্ন দিনে নোকিয়া তাদের তুরুপের তাস Nokia Magic Max 5G ফোন লঞ্চ করে সবাইকে অবাক করে দিতে চলেছে।

Advertisements

ইতিমধ্যে ফোনটির বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে সোশ্যাল মিডিয়ার বদৌলতে। চলুন দাম জেনে নেওয়ার আগে জেনে নেওয়া যাক ফোনটির অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে –

Advertisements

প্রথমেই আসি দুর্দান্ত স্মার্টফোনের ক্যামেরা প্রসঙ্গে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 144MP প্রাইমারি ক্যামেরা সহ ফোনটিতে 64MP + 48MP-এর দুটি ভিন্ন ক্যামেরা সেন্সর দেখা যাবে মোবাইলটির পেছনে। এছাড়া সেলফি তোলার জন্য 64MP-র দুর্দান্ত সেলফি ক্যামেরা থাকবে তাদের নতুন এই মোবাইলটিতে। পাশাপাশি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Nokia Magic Max মোবাইলটি 8GB/12GB/16GB RAM এবং 256GB/512GB ইন্টারনাল স্টোরেজের সাথে উপলব্ধ হবে বিশ্ব বাজারে।

যদি দুর্দান্ত এই ফোনটির ডিসপ্লের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনে কর্নিং গোরিল্লা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 6.8-ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে গ্রাহকরা। তাছাড়া প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Gen 2 শক্তিশালী চিপসেট থাকবে বলেও জানানো হয়েছে। যদি দুর্দান্ত এই মোবাইলের ব্যাটারির কথা বলি, তবে 7950mAh-এর বিশাল ব্যাটারি ভান্ডারের পাশাপাশি 180W ফাস্ট চার্জিং-এর ব্যবস্থা রয়েছে ফোনটিতে। চলতি বছরের অক্টোবরে লঞ্চ হতে যাওয়া এই ফোনের দামের কথা বলি, তবে অনুমান করা হচ্ছে, 32,990 টাকা হতে পারে এর প্রারম্ভিক মূল্য।

Advertisements