Nokia Magic Max: আইফোনের লুকে বাজারে এলো নোকিয়ার ধাসু ফোন, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভারত তথা বিশ্ব বাজারে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে নোকিয়া। স্মার্টফোনের দুনিয়া থেকে হারিয়ে যেতে বসা এই কোম্পানিটি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিগত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভারত তথা বিশ্ব বাজারে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করছে নোকিয়া। স্মার্টফোনের দুনিয়া থেকে হারিয়ে যেতে বসা এই কোম্পানিটি চলতি সময়ে যেসব ফোন লঞ্চ করছে, তা গ্রাহকদের কাছে হয়ে উঠছে অত্যন্ত আকর্ষণীয়। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্ট ফোন ক্রয় করতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের জানাতে চলেছি, Nokia Magic Max স্মার্টফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

প্রথমেই যদি দুর্দান্ত এই ফোনটির ডিসপ্লের কথা বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই স্মার্টফোনে কর্নিং গোরিল্লা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবে গ্রাহকরা। পাশাপাশি ফোনটিতে প্রসেসর হিসেবে Qualcomm Snapdragon 8 Gen 2 শক্তিশালী চিপসেট থাকবে বলেও জানানো হয়েছে।

Advertisements

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 144MP প্রাইমারি ক্যামেরা সহ ফোনটি উপলব্ধ হবে ভারতীয় বাজারে। পাশাপাশি, 64MP + 48MP এর দুটি ভিন্ন ক্যামেরা সেন্সর দেখা যাবে মোবাইলটির পেছনে। এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, সেলফি তোলার জন্য 64MP-র দুর্দান্ত সেলফি ক্যামেরা থাকবে তাদের নতুন এই মোবাইলটিতে। যদি ফোনটির অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে 8GB/12GB/16GB RAM এর সাথে 256GB/512GB ইন্টারনাল স্টোরেজ উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

যদি দুর্দান্ত এই ফোনের শক্তিশালী ব্যাটারির কথা বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, এতে 7950mAh-এর বিশাল ব্যাটারি ভান্ডার ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, বিশাল এই ব্যাটারি চার্জ করার জন্য 180W ফাস্ট চার্জিং-এর ব্যবস্থা রয়েছে বলেও জানা গেছে। কোম্পানি তরফ থেকে আরও জানানো হয়েছে, লাল, কালো, সোনালী এবং সবুজ কালারে মোবাইলটি কিনতে পাওয়া যাবে। যদি ফোনটির দামের কথা বলি, সে ক্ষেত্রে দুর্দান্ত এই মোবাইলটির প্রারম্ভিক দাম 32,990 টাকা বলে জানানো হয়েছে নোকিয়ার তরফ থেকে। মনে করা হচ্ছে, নোকিয়ার এই নতুন মোবাইলটি চলতি বছরের আগস্টে লঞ্চ করা হবে।

Advertisements