Vivo V26: স্মার্টফোনের বাজারে আগুন জ্বালাতে নতুন ফোন লঞ্চ করল Vivo, দেখে নিন দুর্দান্ত ফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

5G ফোনের বাজারে Vivo তাদের তুরুপের তাসটি অবশেষে খেললো। দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে নতুন 5G স্মার্টফোনটি ভারতসহ বিশ্ব বাজারে আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করছেন কোম্পানিটির…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

5G ফোনের বাজারে Vivo তাদের তুরুপের তাসটি অবশেষে খেললো। দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে নতুন 5G স্মার্টফোনটি ভারতসহ বিশ্ব বাজারে আলোড়ন সৃষ্টি করবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। এমনিতেই সবচেয়ে কম মূল্যে ভারতবাসীর হাতে স্মার্ট ফোন তুলে দিয়ে চীনা এই কোম্পানিটি তীব্রভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সেখানে আবার দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে 5G ফোন, আনন্দের জোয়ার বইছে স্মার্টফোনপ্রেমীদের মধ্যে।

Advertisements

সম্প্রতি স্মার্টফোন নির্মাণ কোম্পানি Vivo যে 5G ফোনটি বিক্রির জন্য বাজারে উন্মুক্ত করেছে, সেই ফোনটির নাম Vivo V26 5G। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের সুপার ডিসপ্লের কথা বলি, তবে এই হ্যান্ডসেটে 6.7 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে দেখতে পাবেন আপনারা। যা কর্নিং গরিলা গ্লাস সুরক্ষার সাথে বাজারে উপলব্ধ হবে। যদি দুর্দান্ত এই ফোনের অপারেটিং সিস্টেমের কথা বলি, তবে এতে Android 12 OS দেখা যাবে। পাশাপাশি এই ফোনে Qualcomm Snapdragon 730 (8 Nm) প্রসেসর দেখা যাবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

ভারতীয় বাজারে Vivo V26 স্মার্টফোনটি 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এতে 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সরের সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং 2 মেগাপিক্সেল মাইক্রো ক্যামেরা সেট-আপ লক্ষ্য করা যাবে। একই সময়ে এই ফোনে আপনি 44 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেখতে পাবেন। দুর্দান্ত এই স্মার্টফোনটিতে ফাস্ট চার্জিং সহ 5,500mAh ব্যাটারি প্যাক লক্ষ্য করা যাবে। দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বললে বর্তমানে এর বাজার মূল্য 42,000 টাকা বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements