Vivo V28: আর দরকার নেই DSLR! দুর্দান্ত ক্যামেরা সহ ধাসু ফোন লঞ্চ করতে চলেছে Vivo

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত ক্যামেরাওয়ালা 5G স্মার্টফোন ক্রয় করতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। দুর্দান্ত এই স্মার্টফোনটি DSLR কে রীতিমতো টক্কর…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত ক্যামেরাওয়ালা 5G স্মার্টফোন ক্রয় করতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। দুর্দান্ত এই স্মার্টফোনটি DSLR কে রীতিমতো টক্কর দেবে বলে মনে করছেন কোম্পানিটির কর্মকর্তারা। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই বিশ্ববাজারে লঞ্চ করা হতে পারে Vivo-র নয়া স্মার্টফোন। বিভিন্ন সূত্রের খবর অনুসারে, নতুন এই স্মার্টফোনটি ভারতের বাজারে Vivo V28 নামে লঞ্চ করা হতে পারে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের বেস্ট ফির্চাস সম্পর্কে-

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে ভারতীয় স্মার্টফোনের বাজারে একটি বড় অংশ দখল করে রয়েছে Vivo। ক্যামেরার দিক থেকে যে কোন ফোনের চেয়ে অনেকটা এগিয়ে থাকা Vivo এবার 108 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে ধাসু ফোন লঞ্চ করবে। যার সেলফি ক্যামেরা হবে 32 মেগাপিক্সেলের। যদি দুর্দান্ত ওই ফোনের ডিসপ্লের কথা বলি, তবে এতে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন।

Advertisements

এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই স্মার্টফোনটি স্মুথ ভাবে চলতে Qualcomm Snapdragon 6 Gen 1 প্রসেসর সমর্থন দেখা যাবে। যার কাছে নতজানু হয়ে যাবে আই-ফোনের মত অত্যাধুনিক স্মার্টফোনও। Vivo V28 স্মার্টফোনের যদি দুর্দান্ত ব্যাটারি সম্পর্কে বলি, তবে এতে 5,000mAh ক্ষমতা সম্পন্ন ব্যাটারি দেখা যাবে। যেটি 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে সক্ষম হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। দুর্দান্ত এই স্মার্টফোনের র‍্যাম এবং স্টোরেজের কথা বললে, Vivo V28 এ 8GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেখা যেতে পারে। তবে বাজার সেরা এই স্মার্টফোনের দাম কত হতে পারে সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি Vivo।

Advertisements