বিনামূল্যে গ্রহণ করুন Jio Airfiber, কিন্তু কিভাবে? জানুন বিস্তারিত

সপ্তাহখানেক আগে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Jio Airfiber। যদিও রিলায়েন্স জিওর আগে ভারতের বাজারে এয়ার ফাইবার ইন্টারনেট কানেকশন লঞ্চ করেছে Airtel। তবে প্রযুক্তিগত দিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

সপ্তাহখানেক আগে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে Jio Airfiber। যদিও রিলায়েন্স জিওর আগে ভারতের বাজারে এয়ার ফাইবার ইন্টারনেট কানেকশন লঞ্চ করেছে Airtel। তবে প্রযুক্তিগত দিক থেকে এবং মাসিক রিচার্জের দিক থেকে অন্য সবার চেয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে মুকেশ আম্বানির Jio Airfiber। এই নিবন্ধে আমরা আপনাদের জানিয়ে রাখি, Jio Airfiber হলো এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে তার ছাড়াই হাই-স্পিড ইন্টারনেট উপভোগ করতে পারেন গ্রাহকরা।

Advertisements

উল্লেখ্য, বর্তমানে ভারতের মেগা সিটি কলকাতা সহ আরও ৭টি মেগা সিটিতে 5G ইন্টারনেট পরিষেবা প্রদান করতে শুরু করেছে রিলায়েন্স জিও। ফলে, এখন যদি আপনি Jio Airfiber গ্রহণ করেন, সেক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুবিধা ভোগ করবেন আপনি। কারণ, 4G রিচার্জ প্ল্যানেই আপনি পাবেন 5G হাই-স্পিড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। আপনারা জানলে অবাক হবেন যে, Jio Airfiber বর্তমানে সম্পূর্ণ বিনামূল্যে অফার করছে রিলায়েন্স। তবে প্রথমেই আপনাকে 6 মাসের পরিকল্পনা গ্রহণ করতে হবে। জিওর এই বিশেষ সুবিধা আপনি আপনার পাশে থাকা জিও স্টোর কিংবা অফিসিয়াল ফোন নম্বরে কল করে গ্রহণ করতে পারেন।

Advertisements

Jio Airfiber-এর রিচার্জ প্ল্যান-

1. 599 টাকার সর্বনিম্ন রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন 30Mbps গতির সীমাহীন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
2. 899 টাকার রিচার্জ প্ল্যানে আপনি 70Mbps স্পিডে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ পাবেন।
3. 1,199 টাকার সহজ রিচার্জ প্ল্যানে আপনি 100Mbps স্পিডের সীমাহীন ডেটা ব্যবহার করতে পারবেন।
4. 1,499 টাকার রিচার্জ প্ল্যানে আপনি 300Mbps-এ সীমাহীন ডেটা পাবেন।
5. 2,499 টাকার রিচার্জ প্ল্যানে আপনি প্রতিদিন আনলিমিটেড ইন্টারনেটের পাশাপাশি 500Mbps স্পিড পাবেন।
6. 3,999 টাকার মাসিক রিচার্জের আপনি 1Gbps গতিতে সীমাহীন ইন্টারনেট ব্যবহার করার সুবিধা পাবেন।

Advertisements