Google 5G Mobile: Google 5G ফোনে দিচ্ছে অবিশ্বাস্য ডিসকাউন্ট! Pixel 6a এবং Pixel 7 কিনতে পারবেন মাত্র কয়েক হাজার টাকায়

Google Pixel 6a এবং Pixel 7 ফোনটি এবার অবিশ্বাস্য কম দামে কিনতে পারবেন আপনিও। দুর্দান্ত ক্যামেরা সহ Pixel 6a এবং Pixel 7 ফোনে রয়েছে একাধিক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

Google Pixel 6a এবং Pixel 7 ফোনটি এবার অবিশ্বাস্য কম দামে কিনতে পারবেন আপনিও। দুর্দান্ত ক্যামেরা সহ Pixel 6a এবং Pixel 7 ফোনে রয়েছে একাধিক দুর্দান্ত কিছু ফির্চাস। যা দামের পাশাপাশি গ্রাহকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনাদের জানিয়ে রাখি, Pixel 6a এবং Pixel 7 ফোন দুটি 5G নেটওয়ার্ক সমর্থন করে। Google-এর তরফ থেকে দেওয়া ছাড়ে ফোনটি ক্রয় করলে আপনি বাঁচাতে পারবেন কয়েক হাজার টাকা! চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক Pixel 6a এবং Pixel 7 ফোন দুটির ডিসকাউন্ট এবং দাম সম্পর্কে।

Advertisements

যদি এই মুহূর্তে আপনি একটি Google-এর স্মার্ট ফোন কিনতে চান তবে আজকেই কাজে লাগাতে পারেন দুর্দান্ত ডিসকাউন্টের বাম্পার সুযোগটি। এই মুহূর্তে অনলাইন প্লাটফর্ম Flipkart থেকে এই বাম্পার অফারটি নিতে পারেন আপনিও। যদি Pixel 6a এবং Pixel 7 ফোন দুটির ক্যামেরার কথা বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি ক্যামেরার দিক থেকে এই ফোন দুটি বাজারের সেরা। এই মুহূর্তে আপনি চাইলে 30 হাজার টাকা বাজেটে Pixel 6a এবং 50 হাজার টাকা বাজেটে Pixel 7 ফোনটি ক্রয় করতে পারেন।

Advertisements

আজ Flipkart থেকে সরাসরি Pixel 6a এর 6GB RAM+128GB স্টোরেজ ভেরিয়েন্টের মোবাইলটি মাত্র 29,999 টাকার বিনিময়ে ক্রয় করতে পারেন। উল্লেখ্য, গত বছর এই ফোনটি অনলাইন প্লাটফর্মে 40,000 টাকায় বিক্রি শুরু করা হয়েছিল। অন্যদিকে, Pixel 7 ফোনের কথা যদি আমরা বলি, তবে এই মুহূর্তে এই ফোনটি 57,099 টাকায় নিজের করে নিতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, এই ফোনটির আসল দাম 59,999 টাকা!

তবে এই মুহূর্তে Flipkart অনলাইন প্লাটফর্মে একাধিক ডিসকাউন্ট দিচ্ছে ফোনটিতে। আপনি চাইলে Axis Bank, American Express, SBI, HDFC এবং ICIC ব্যাংকের ক্রেডিট কার্ড সংক্রান্ত ডিসকাউন্ট গ্রহণ করতে পারেন। সে ক্ষেত্রে Pixel 7 ফোনে আরও 7 হাজার টাকা অব্দি ছাড় পাবেন আপনি। যদি অনলাইন প্লাটফর্মের এই সুযোগ কাজে লাগান, সে ক্ষেত্রে Pixel 7 50MP+12MP ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে ফোনটি মাত্র 50,099 টাকায় কিনতে সক্ষম হবেন।

Advertisements