স্মার্টফোনের দুনিয়ায় নতুনভাবে পদক্ষেপ রাখতে চলেছে Google Pixel। বিগত কয়েক বছরে একাধিক স্মার্টফোন বাজারে লঞ্চ করেছে সংস্থাটি। তবে এবার অন্যান্য কোম্পানির সাথে প্রতিযোগিতায় নামতে নতুনভাবে পরিকল্পনা করেছে Google Pixel। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, কয়েকদিনের মধ্যে নতুন প্রযুক্তির স্মার্টফোন বাজারে নিয়ে আসবে কোম্পানিটি। পাশাপাশি বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, নতুন এই স্মার্টফোনটি Google Pixel 7a নামে লঞ্চ করা হবে।
ইতিমধ্যে কয়েকটি সংস্থার তরফ থেকে ফোনটির দুর্দান্ত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে দুর্দান্ত এই স্মার্টফোনের একাধিক ছবি প্রকাশিত করেছে SnoopyTech। যেখানে দেখা যাচ্ছে, ডাবল ক্যামেরা সেট-আপের সাথে বাজারে আসবে Google Pixel-এর এই দুর্দান্ত ফোনটি। পিছনে 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা লেন্সের পাশাপাশি 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেন্সর থাকবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তবে সেলফি ক্যামেরা সম্পর্কে কোনরকম তথ্য প্রকাশ্যে আনেনি কোম্পানিটি।
যদি দুর্দান্ত এই স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে বলি, তবে Pixel 7 এবং 7 Pro-এর মতো Google Pixel 7a স্মার্টফোনে টেনসর G2 SoC প্রসেসর দেখা যাবে। এছাড়া বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছে, Google Pixel-এর এই দুর্দান্ত স্মার্টফোনটি 8GB RAM+128 GB Storage সহ বাজারে উপলব্ধ হবে। তবে ফোনটি শুধুমাত্র ব্লু কালারে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তবে সবচেয়ে হতাশার বিষয় হলো এই, Google Pixel-এর বাকি মোবাইল গুলোর মত এই মোবাইলের বক্সে চার্জিং অ্যাডাপ্টারের অস্তিত্ব পাবেন না গ্রাহকরা। কারণ চার্জার ছাড়াই এই মোবাইলটি বাজারজাত করতে চলেছে Google।