চুপিসারে ফাঁস হল iPhone লেটেস্ট মডেলের ডিজাইন, দাম এবং ফির্চাস দেখলে অবাক হবেন আপনিও

লঞ্চের দিন নির্ধারিত হওয়ার আগে চুপিসারে ফাঁস হয়ে গেল iPhone-15 Pro স্মার্টফোনের ছবি। যা দেখে ইতিমধ্যে কোম্পানিটির প্রশংসা করতে শুরু করেছেন স্মার্টফোনপ্রেমীরা। আমরা আপনাদের জানিয়ে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

লঞ্চের দিন নির্ধারিত হওয়ার আগে চুপিসারে ফাঁস হয়ে গেল iPhone-15 Pro স্মার্টফোনের ছবি। যা দেখে ইতিমধ্যে কোম্পানিটির প্রশংসা করতে শুরু করেছেন স্মার্টফোনপ্রেমীরা। আমরা আপনাদের জানিয়ে রাখি, Apple তাদের নতুন এই স্মার্টফোন ডিজাইনের ক্ষেত্রে বিশেষ পারদর্শিতার পরিচয় দিয়েছে। যার কারনে ফোনটির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মাত্রই এটি নিজের করে পেতে আগ্রহ দেখিয়েছেন গ্রাহকরা।

Advertisements

যদি iPhone-15 Pro স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে আমরা আপনাদের বলি, তবে শক্তিশালী এই ফোনের পাওয়ার এবং ভলিউম বোতামগুলি আইফোন 14 প্রো- এর তুলনায় সামান্য নীচে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি এই বোতামগুলি ফোনের ডিজাইনকে আরও আকর্ষণীয় করে তুলবে। উল্লেখ্য, অ্যাপল ওয়াচ আলট্রায় যেমন টাইটানিয়াম কেস দেওয়া হয়েছে, নতুন iPhone-15 Pro মডেলেও থাকছে তেমনই টাইটানিয়াম বডি। অবশ্য দুর্দান্ত এই ফোনের ব্যাক প্যানেলটি গ্লাস ফিনিশিং হবে।

Advertisements

শুধু তাই নয়, এই প্রথম কোন আইফোনে USB-C চার্জিং পোর্ট দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। আমরা আপনাদের জানিয়ে রাখি, ই-বজ্য কমাতে সমস্ত ধরনের মোবাইল, ল্যাপটপগুলোতে USB-C চার্জিং পোর্ট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। যার পরিপ্রেক্ষিতে আইফোন এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।

শুধু তাই নয়, জল্পনা চলছে, iPhone 15 Pro-এ থাকতে পারে একটি পেরিস্কোপ লেন্স। ফলে এর ব্যাক প্যানেল লেন্সগুলোর আকৃতি iPhone-14 এর তুলনায় বড় হবে বলে মনে করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুসারে, আপেলের নতুন এই ফোনটির দামের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন দেখা যেতে পারে বলে মনে করছেন স্মার্টফোন বিশেষজ্ঞরা।

Advertisements