iPhone new Mobile: বড় পদক্ষেপ নিল Apple, সবচেয়ে স্টাইলিশ 5G ফোন বাজারে আনতে চলেছে সংস্থাটি

বিশ্ববাজারে অধিপত্য বিস্তার করে সমস্ত অ্যাপল সম্প্রতি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা বর্তমানে মোবাইল বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যাপল ফোনের জনপ্রিয় বিশ্লেষক মিং চি কুও…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিশ্ববাজারে অধিপত্য বিস্তার করে সমস্ত অ্যাপল সম্প্রতি এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যা বর্তমানে মোবাইল বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। অ্যাপল ফোনের জনপ্রিয় বিশ্লেষক মিং চি কুও বেশ কিছুদিন আগে দাবি করেছিলেন যে, 2024 সালে জনপ্রিয় এই মোবাইল নির্মান কোম্পানিটি নতুন মডেলের কোন iphone বাজারে লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করছে না। তবে নতুন বছর শুরুর সাথে সাথে অ্যাপেলের তরফ থেকে জানানো হয়েছে Apple iPhone SE 4 বা iPhone SE 2024 মডেলের উপর কাজ শুরু করেছে তারা।

Advertisements

অ্যাপেলের তরফ থেকে এমন তথ্য প্রকাশ করার পর মোবাইল বিশ্লেষক মিং চি কুও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ফোনটির কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মিং চি কুও দাবি করেছেন যে, আগামী বছর বাজারে আসতে চলা iPhone SE 2024 মডেলটি iPhone 14 এর মত দেখতে হবে। তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন, iPhone SE 2024 মডেলের ফোনটি 6.1 ইঞ্চি OLED ডিসপ্লের সাথে বাজারে আসতে চলেছে। এই নিবন্ধে আমরা আপনাকে জানিয়ে রাখি, iPhone SE 2022 মডেলের ফোনটিতে 4.7 ইঞ্চির LCD ডিসপ্লে ব্যবহার করেছিল অ্যাপেল।

Advertisements

মোবাইল বিশ্লেষক মিং চি কুও আরও বলেন, অ্যাপেলের নতুন এই ফোনটি 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে সক্ষম হবে। তিনি আরো মনে করেন, iPhone SE 2024 বাজারে আসার পর Qualcomm বেসব্যান্ড চিপের উপর নির্ভরতা কমাতে থাকবে জনপ্রিয় এই মোবাইল নির্মাণ কোম্পানিটি। মিং চি কুও মনে করছেন, আগামী দুই তিন বছরের মধ্যে Qualcomm বেসব্যান্ড চিপের ব্যবহার পুরোপুরি বন্ধ করবে অ্যাপল। এদিকে মিং চি কুও-এর মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রীতিমতো ভাইরাল হচ্ছে মোবাইল প্রেমীদের দ্বারা। iPhone SE 2024 মডেলের নতুন ফোনের সুবিধা গ্রহণে রীতিমতো উৎকন্ঠা প্রকাশ করছেন অ্যাপল ব্যবহারকারীরা।

Advertisements