বিশ্বের অন্যতম সেরা স্মার্টফোন নির্মাণ কোম্পানি Redmi নিজেদের গ্রাহকের চমক দিতে বড় পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন মিডিয়ায় দাবি করা হচ্ছে, খুব শীঘ্রই চায়না এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা নিজেদের কম বাজেটের 5G স্মার্ট ফোন লঞ্চ করবে বিশ্ববাজারে। ধারণা করা হচ্ছে, দুর্দান্ত এই স্মার্টফোনটির দাম 20,000 টাকার কাছাকাছি হতে পারে। যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন ক্রয় করতে চান, সেক্ষেত্রে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন Redmi Note 13 Pro Max 5G ফোনের নাম। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্ট ফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

আমরা প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, Redmi তাদের এই নতুন 5G স্মার্টফোনটি সকল গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে লঞ্চ করতে চলেছে। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্পর্কে বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি এই ফোনে 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন। এছাড়া দুর্দান্ত এই ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।
যদি বাজার সেরা এই স্মার্টফোনের শক্তিশালী প্রসেসর সম্পর্কে বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি এই ফোনে 720G স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে। এছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনের র্যাম এবং স্টোরেজ সম্পর্কে বললে আমরা জানিয়ে রাখি, ফোনটি 6GB RAM/128GB/512GB Storage-এর সাথে বাজারে উপলব্ধ হবে।

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী ক্যামেরা সম্পর্কে বলি, তবে আমরা আপনাদের জানিয়ে রাখি এই ফোনে 108 মেগাপিক্সেলের প্রধান লেন্সের পাশাপাশি দুর্দান্ত সেলফি ক্যামেরা প্রদান করা হয়েছে। পাশাপাশি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ফোনটিতে 5200mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক থাকবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। তবে ফোনটি কবে নাগাদ বিশ্ব বাজারে লঞ্চ করা হবে সে প্রসঙ্গে কোনরকম তথ্য প্রকাশ করেনি Redmi।







