এক ঘণ্টার মধ্যেই শেষ স্টক! ভারতীয় কোম্পানির এই 5G স্মার্টফোন আগুন জ্বালিয়েছে বাজারে

এই প্রথমবার ভারতীয় কোন কোম্পানির স্মার্টফোন সাড়া জাগিয়েছে গ্রাহদের মধ্যে। সেল শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই স্টক শেষ হয়েছে কোম্পানির। শুনে অবাক হচ্ছেন? এমনটাই ঘটেছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই প্রথমবার ভারতীয় কোন কোম্পানির স্মার্টফোন সাড়া জাগিয়েছে গ্রাহদের মধ্যে। সেল শুরু হওয়ার এক ঘন্টার মধ্যেই স্টক শেষ হয়েছে কোম্পানির। শুনে অবাক হচ্ছেন? এমনটাই ঘটেছে ভারতীয় কোম্পানি Lava দ্বারা সদ্য লঞ্চ করা স্মার্টফোন অগ্নি-২ এর ক্ষেত্রে। এমনিতেই দুর্দান্ত এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পূর্বে সোশ্যাল মিডিয়ার বদৌলতে নেটিজেনদের নজরে এসেছিল। যার পর থেকে দুর্দান্ত এই স্মার্টফোনটির উপর আলাদা প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন তার। মূলত অগ্নি-২ এর ডিজাইন এবং এর স্পেসিফিকেশন, পাগল করে তুলেছিল গ্রাহকদের।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, গত ১৫ জুন অনলাইন প্লাটফর্ম অ্যামাজন এবং লাভার নিজস্ব ওয়েবসাইট থেকে বিক্রি করা হয়েছে। দুপুর ১২টা থেকে ফোনটি বিক্রি করা শুরু হলে এক ঘন্টার মধ্যেই পুরো স্টক শেষ হয়ে যায় কোম্পানির। আমরা আপনাদের জানিয়ে রাখি, অনলাইন প্লাটফর্ম অ্যামাজনে দুর্দান্ত এই স্মার্টফোনটির দাম ধার্য করা হয়েছে 20,999 টাকা। যেটি ব্যাংক অফারের মাধ্যমে আপনি 20,000 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন।

Advertisements

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বলি তবে আমরা আপনাদের জানিয়ে রাখি, 120Hz রিফ্রেশ রেট সহ 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লের সাথে আসে। লাভার নতুন 5G স্মার্টফোনের ডিজাইনও বেশ চিত্তাকর্ষক। সর্বশেষ ফোনটি 3D ডুয়াল কার্ভ ডিজাইনের সাথে বাজারে উপলব্ধ রয়েছে। ভারতের বাজারে একমাত্র লাভার অগ্নি-২ স্মার্টফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050-র শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হয়েছে।

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে এই ফোনের পেছনে আপনি 4টি ক্যামেরা সেন্সর দেখতে পাবেন। যেখানে 50MP+8MP+2MP+2MP কোয়াড ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে কোম্পানি। পাশাপাশি সেলফি তোলার জন্য 16 মেগাপিক্সেলের শক্তিশালী সেলফি ক্যামেরাও রয়েছে দুর্দান্ত এই স্মার্টফোনে। যদি ব্যাটারির কথা বলি, তবে এতে 66W ফাস্ট চার্জিং সমর্থন সহ 4,700mAh-এর বিশাল ব্যাটারি প্যাক দেখতে পাবেন আপনারা।

Advertisements