Motorola E32s: সবচেয়ে কম দামে দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করল Motorola, অবিশ্বাস্য ফির্চাস দেখে অবাক হবেন আপনিও

বর্তমানে ভারতীয় বাজারে একাধিক স্মার্টফোন উপলব্ধ থাকলেও গ্রাহকদের জন্য 10 হাজারের নিচে স্মার্টফোন উপলব্ধ নেই বললেই চলে। বা কম দামে যে স্মার্টফোনগুলি বর্তমানে উপলব্ধ রয়েছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বর্তমানে ভারতীয় বাজারে একাধিক স্মার্টফোন উপলব্ধ থাকলেও গ্রাহকদের জন্য 10 হাজারের নিচে স্মার্টফোন উপলব্ধ নেই বললেই চলে। বা কম দামে যে স্মার্টফোনগুলি বর্তমানে উপলব্ধ রয়েছে সেগুলি দৃষ্টি আকর্ষণ করতে পারছে না গ্রাহকদের। এমন পরিস্থিতিতে ভারতীয় বাজারে সবচেয়ে কম দামের স্মার্ট ফোন লঞ্চ করল Motorola। ফোনটি বর্তমানে Amazon, Flipkart-এর মতো অনলাইন শপিং প্লাটফর্ম থেকে বিক্রি করা হচ্ছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, Motorola-র দুর্দান্ত এই স্মার্টফোনটি ইতিমধ্যে গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে।

Advertisements

আজ আমরা আপনাদের যে স্মার্টফোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চলেছি সেটির মডেল Motorola Moto E32s। ফোনটি বর্তমানে ভারতীয় বাজারে 3GB RAM এবং 32GB storage-এর সঙ্গে উপলব্ধ রয়েছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী ক্যামেরার কথা বলি, তবে এতে 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর + 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর + 2 মেগাপিক্সেলের শক্তিশালী রেজুলেশন সেন্সর প্রদান করা হয়েছে। পাশাপাশি দুর্দান্ত সেলফি তোলার জন্য এই মোবাইলটিতে 8 মেগাপিক্সেলের একটি শক্তিশালী সেলফি ক্যামেরাও প্রদান করা হয়েছে।

Advertisements

ভারতের বাজারে সবচেয়ে সস্তা এই ফোনের যদি ডিসপ্লের কথা বলি, তবে 6.5 ইঞ্চির HD ডিসপ্লের পাশাপাশি গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেওয়া হয়েছে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের প্রসেসরের কথা বলি, তবে ফোনটি মসৃণ ভাবে নিয়ন্ত্রণ হওয়ার জন্য এতে MediaTek Helio G37-এর শক্তিশালী চিপ সেট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ফোনটি দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপ দেওয়ার জন্য 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি প্রদান করেছে Motorola। শুধু শক্তিশালী ব্যাটারি নয়, দুর্দান্ত এই স্মার্টফোনটি ক্রয় করলে 15W ফাস্ট চার্জিংয়ের সুবিধাও পাবেন গ্রাহকরা। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ভারতীয় বাজারে এই ফোনটি 7,730 টাকায় বিক্রি করা হচ্ছে।

Advertisements