iPhone-এর লুক, সাথে 200MP ক্যামেরা! ভারতের বাজার কাপাতে আসছে নোকিয়ার এই ধাসু স্মার্টফোন

বিশ্ববাজারে নিজেদের পুরনো জায়গা ফিরে পেতে আপ্রাণ লড়াই চালাচ্ছে মোবাইল ফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। একসময় নিজেদেরকে এন্ড্রয়েড ফোনে আপগ্রেড না করে ভারতসহ বিশ্বের একাধিক বড়…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিশ্ববাজারে নিজেদের পুরনো জায়গা ফিরে পেতে আপ্রাণ লড়াই চালাচ্ছে মোবাইল ফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। একসময় নিজেদেরকে এন্ড্রয়েড ফোনে আপগ্রেড না করে ভারতসহ বিশ্বের একাধিক বড় দেশের বাজার হারায় এই স্মার্টফোন নির্মাণ কোম্পানিটি। তবে সম্প্রতি একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছে নোকিয়া। খুব শীঘ্রই বিশ্ববাজারে নোকিয়া তাদের প্রধান অস্ত্র Nokia Magic Max ফোনটি লঞ্চ করতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

আজকের নিবন্ধের শুরুতে যদি নোকিয়ার এই নতুন ফোনটির ক্যামেরা সম্পর্কে বলি, তবে 144MP প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 64MP + 48MP এর দুটি ভিন্ন ক্যামেরা সেন্সর দেখা যাবে মোবাইলটির পেছনে। এছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, সেলফি তোলার জন্য 64MP-র দুর্দান্ত সেলফি ক্যামেরা থাকবে তাদের নতুন এই মোবাইলটিতে। পাশাপাশি কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Nokia Magic Max মোবাইলটি 8GB/12GB/16GB RAM এবং 256GB/512GB ইন্টারনাল স্টোরেজের সাথে উপলব্ধ হবে বিশ্ব বাজারে।

Advertisements

যদি দুর্দান্ত এই মোবাইলের ব্যাটারির কথা বলি, তবে 7950mAh-এর বিশাল ব্যাটারি ভান্ডারের পাশাপাশি 180W ফাস্ট চার্জিং-এর ব্যবস্থা রয়েছে ফোনটিতে। কোম্পানির তরফে জানানো হচ্ছে, দুর্দান্ত এই ফাস্ট চার্জারের সাহায্য মাত্র কয়েক মিনিটে মোবাইলটিকে সম্পূর্ণ চার্জ করা যাবে। যদি দুর্দান্ত এই মোবাইলটির ভারতীয় বাজারে লঞ্চের কথা বলি, তবে নোকিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের ২৪ অক্টোবর ভারতীয় বাজারে লঞ্চ করা হতে পারে দুর্দান্ত এই স্মার্টফোনটি। তবে দামের ব্যাপারে কোনরকম তথ্য প্রকাশ্যে আনেনি সংস্থাটি।

Advertisements