DSLR এখন হাতের মুঠোয়, 200MP ক্যামেরা সহ ধাসু ফোন লঞ্চ করলো Realme

চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Realme এবার গ্রাহকদের জন্য ধাসু স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনটি জুন মাসে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Realme এবার গ্রাহকদের জন্য ধাসু স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে ভারতের বাজারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনটি জুন মাসে লঞ্চ করা হয়েছে চীনে। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবার ভারতের বাজারেও ফোনটি লঞ্চ করার পরিকল্পনা গ্রহণ করেছে সংস্থাটি। জানা যাচ্ছে, Realme 11 Pro+ স্মার্টফোনটির বিক্রয় মূল্য ভারতের বাজারে 24,000 টাকার কাছাকাছি হতে পারে।

Advertisements

ভারতের বাজারে কবে ফোনটি লঞ্চ করা হবে এবং দুর্দান্ত এই স্মার্টফোনে কি ধরনের আধুনিক ফির্চাস যুক্ত হবে সে সম্পর্কে কোনরকম স্পষ্ট তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে। তবুও বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত খবর অনুযায়ী ধারণা করা হচ্ছে, Realme 11 Pro+ 5G স্মার্টফোনে একটি বৃহৎ বৃত্তাকার ক্যামেরা মডিউল থাকবে। যেখানে প্রাথমিক সেন্সর হিসেবে 200 মেগাপিক্সেলের দুর্দান্ত ক্যামেরা পারবেন গ্রাহকরা। বৃহৎ বৃত্তাকর মডিউলের মাঝ বরাবর একটি ফ্লাশ লাইট থাকবে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি দুর্দান্ত এই মোবাইলে 8MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরাও দেখা যাবে।

Advertisements

তাছাড়া সেলফি প্রেমীদের জন্য সামনে একটি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও থাকবে। এছাড়া যদি Realme 11 Pro+ 5G ফোনের ডিসপ্লের কথা বলি, তবে দুর্দান্ত এই স্মার্টফোনে 120Hz রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির সুপার অ্যামোলেট ডিসপ্লে দেখতে পাবেন গ্রাহকরা। সাথে ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি-7 সিরিজের প্রসেসর দ্বারা চালিত হবে বলেও ধারণা করা হচ্ছে। Realme 11 Pro+ 5G ফোনটিতে সর্বাধিক 16GB র‍্যামের সাথে 1TB স্টোরেজ লক্ষ্য করা যেতে পারে। এছাড়া, 100W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর ব্যাটারি প্যাক দেখা যেতে পারে দুর্দান্ত এই মুঠোফোনে।

Advertisements