Nokia C12 Plus: মাত্র 8 হাজারে আজকেই কিনুন Nokia C12 Plus, দেখে নিন দাম এবং অবিশ্বাস্য ফির্চাস

বিশ্বের স্মার্টফোনের বাজার দখলের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল মোবাইল ফোন নির্মাণ কোম্পানি প্রতিষ্ঠান নোকিয়া। সম্প্রতি মাসগুলোতে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন বিশ্ববাজারে লঞ্চ করছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

বিশ্বের স্মার্টফোনের বাজার দখলের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেল মোবাইল ফোন নির্মাণ কোম্পানি প্রতিষ্ঠান নোকিয়া। সম্প্রতি মাসগুলোতে একের পর এক দুর্দান্ত স্মার্টফোন বিশ্ববাজারে লঞ্চ করছে কোম্পানিটি। ধারাবাহিকতা বজায় রেখে সম্প্রতি আরও একটি দুর্দান্ত মোবাইল লঞ্চ করেছে নোকিয়া। তবে এবার মধ্যবিত্তের কথা মাথায় রেখে মাত্র 8 হাজারে এই মোবাইলটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তারা। আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানতে চলেছি, নোকিয়ার নতুন ফোন Nokia C12 Plus-এর দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

Advertisements

সম্প্রতি বিশ্ববাজারে লঞ্চ হওয়া Nokia C12 Plus মোবাইলটি যদি প্রসেসরের কথা বলি, তবে Nokia C12 Plus স্মার্টফোনটি Unisoc octa-core CPU ব্যবহার করা হয়েছে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 6.3-ইঞ্চি HD+ স্ক্রিনের সাথে ফোনটি উপলব্ধ হবে বাজারে। এছাড়া একটি 8MP রিয়ার ক্যামেরা এবং একটি 3.5mm হেডফোন জ্যাকের সুবিধাও লক্ষ্য করা যাবে দুর্দান্ত এই স্মার্টফোনে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, Android 12 (Go Edition) এ রান করবে দুর্দান্ত এই মোবাইলটি।

Advertisements

কোম্পানির তরফ থেকে আরও জানানো হয়েছে, মোবাইলটি মাত্র একটি ভেরিয়েন্টে বিক্রি করা হবে। তবে তিনটি আলাদা কালারের মোবাইল উপলব্ধ থাকবে বাজারে। মোবাইলটি 2GB RAM এবং 32GB storage-এর সাথে লঞ্চ করা হবে বলে জানিয়েছে এই স্মার্ট ফোন নির্মাণ কোম্পানি। তবে দামের ক্ষেত্রে অবিশ্বাস্য ছাড় দিয়েছে নোকিয়া। দুর্দান্ত এই স্মার্টফোনটি আপনি চাইলে মাত্র 7,999 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements