Nokia XR20: সবচেয়ে কম দামে ‘ওয়াটারপ্রুফ’ ফোন লঞ্চ করল Nokia, দেখে নিন দুর্দান্ত ফোনের দাম এবং ফির্চাস

ভারত তথা বিশ্ব বাজারে স্মার্টফোনের চাহিদা পূরণ করতে একের পর এক বিশেষ পদক্ষেপ নিতে শুরু করেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। গ্রাহকদের কথা মাথায় রেখে সম্প্রতি…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারত তথা বিশ্ব বাজারে স্মার্টফোনের চাহিদা পূরণ করতে একের পর এক বিশেষ পদক্ষেপ নিতে শুরু করেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি নোকিয়া। গ্রাহকদের কথা মাথায় রেখে সম্প্রতি এই মোবাইল নির্মাণ প্রতিষ্ঠানটি সবচেয়ে কম দামের ‘ওয়াটারপ্রুফ’ স্মার্ট ফোন লঞ্চ করল। ফোনটি বিশ্ববাজারে লঞ্চ হওয়ার পর থেকে গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এর দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাসের জন্য। মোবাইল বিশেষজ্ঞরা মনে করছেন, এটাই বিশ্বের সবচেয়ে কম দামের ‘ওয়াটারপ্রুফ’ 5G স্মার্ট ফোন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, দুর্দান্ত এই মোবাইলটির বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

যখন স্মার্টফোন প্রসঙ্গে কথা হচ্ছে তখন সর্বপ্রথম গ্রাহকদের কাছে যে প্রশ্নটি সবার আগে আসে তা হল কেমন হবে ফোনটির ডিসপ্লে। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, কর্নিং গরিলা গ্লাস 7 প্রোটেকশনের সাথে 6.67 ইঞ্চির সুপার ‌অ্যামোলেড ডিসপ্লে লক্ষ্য করা যাবে Nokia XR20 স্মার্টফোনটিতে। এছাড়া দুর্দান্ত এই মোবাইলে প্রসেসর হিসেবে লক্ষ্য করা যাবে অক্টা-কোর স্ন্যাপড্রাগন 480 5G-র শক্তিশালী চিপসেট। যদি দুর্দান্ত এই মোবাইলটির ক্যামেরার কথা বলি, তবে এতে 48 মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর ব্যবহার করেছে নোকিয়া।

Advertisements

দুর্দান্ত এই মোবাইলের যদি সেলফি ক্যামেরা কথা বলি, সেক্ষেত্রে এতে একটি 16 মেগাপিক্সেলের সেলফি সেন্সর ব্যবহার করেছে কোম্পানি। পাশাপাশি Nokia XR20 স্মার্টফোনের যদি দুর্দান্ত ব্যাটারির কথা বলি, তবে এতে 4,200mAh-এর বিশাল ব্যাটারি প্যাক লক্ষ্য করা যাবে। যেটি 33 Watt ফার্স্ট চার্জিং সাপোর্ট করতে সক্ষম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। দুর্দান্ত এই মোবাইলটি যদি আপনি ক্রয় করতে চান, সেক্ষেত্রে এর প্রারম্ভিক ভেরিয়েন্টের ফোনটি কিনতে আপনাকে খরচ করতে হবে মাত্র 36,000 টাকা।

Advertisements