Nokia XR21: সবচেয়ে কম দামে ‘ওয়াটারপ্রুফ’ ফোন লঞ্চ করল নোকিয়া! দেখে নিন Nokia XR21 ফোনের দাম এবং ফির্চাস

ভারত তথা বিশ্ব বাজারে স্মার্টফোনের চাহিদা পূরণ করতে একের পর এক বিশেষ পদক্ষেপ নিতে শুরু করেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি Nokia। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

ভারত তথা বিশ্ব বাজারে স্মার্টফোনের চাহিদা পূরণ করতে একের পর এক বিশেষ পদক্ষেপ নিতে শুরু করেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি Nokia। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে সম্প্রতি এই মোবাইল নির্মাণ প্রতিষ্ঠানটি সবচেয়ে কম দামের ‘ওয়াটারপ্রুফ’ স্মার্ট ফোন লঞ্চ করেছে। আপনাদের জানিয়ে রাখি, ফোনটি বিশ্ববাজারে লঞ্চ হওয়ার পর থেকে গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এর দুর্দান্ত ডিজাইন এবং অবিশ্বাস্য ফির্চাসের জন্য। চলুন জেনে নেওয়া যাক দুর্দান্ত এই ফোনের কিছু বিস্ময়কর বৈশিষ্ট্য-

Advertisements

প্রথমেই আমরা আপনাদের বলি যে, এটাই বিশ্বের সবচেয়ে কম দামের ‘ওয়াটারপ্রুফ’ 5G স্মার্ট ফোন। যে স্মার্টফোনটি 6.49-ইঞ্চির ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লের সাথে বাজারে উপলব্ধ হবে। গেমিং-এর জন্য দুর্দান্ত এই স্মার্ট ফোনটিতে Adreno 619L GPU গ্রাফিক্স কার্ডের ব্যবহারের পাশাপাশি উচ্চ কার্যক্ষমতার জন্য Snapdragon 695 5G প্রসেসর ব্যবহার লক্ষ্য করবেন আপনারা। তাছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনটি Android 12 দ্বারা চালিত হবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

দুর্দান্ত এই স্মার্ট ফোনের ক্যামেরার কথা বললে এতে 8-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরার পাশাপাশি 64-মেগাপিক্সেলের প্রধান সেন্সর রয়েছে। পাশাপাশি সেলফি তোলার জন্য এই মোবাইলটিতে 16-মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্দান্ত এই স্মার্টফোনটিতে 33W ফাস্ট চার্জিং সহ 4800mAh-এর শক্তিশালী ব্যাটারি লক্ষ্য করা যাবে। যদি দুর্দান্ত এই মোবাইলটির দামের কথা বলি, সেক্ষেত্রে ভারতের বাজারে এই মোবাইলটির প্রারম্ভিক মূল্য হতে পারে 51,590 টাকা। তবে কবে এই ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে সে প্রসঙ্গে কোনো রকম তথ্য প্রকাশ করেনি Nokia।

Advertisements