জল-ধূলা-গরম হোক কিংবা ঠান্ডা, পারফরম্যান্সে ধামাকা! বিস্ময়কর ফোন লঞ্চ করল Nokia

পৃথিবীর সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে দামদার ফোন লঞ্চ করেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি Nokia। জানলে অবাক হবেন, এটাই পৃথিবীর একমাত্র ফোন যেটি পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতম…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

পৃথিবীর সকল কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে দামদার ফোন লঞ্চ করেছে স্মার্টফোন নির্মাণ কোম্পানি Nokia। জানলে অবাক হবেন, এটাই পৃথিবীর একমাত্র ফোন যেটি পৃথিবীর সর্বোচ্চ উষ্ণতম স্থান হোক কিংবা সর্বনিম্ন শীতলতম স্থান, পারফরম্যান্স করবে সমানভাবে। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ জলের নিচে থাকার পরেও কোন প্রকার ক্ষতি হবে না নোকিয়ার এই নতুন স্মার্টফোনের। আজ আমরা আপনাদের জন্য Nokia XR21 স্মার্টফোনের গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য তুলে ধরতে চলেছি। প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, নোকিয়ার এই ফোন‌টি মিলিটারি গ্রেড সার্টিফাইড এবং এটি সলিড বডির ফোন। ফলে ধুলোর মধ্যেও ফোনটি সমভাবে পারফরম্যান্স করতে সক্ষম। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, নোকিয়ার এই বিস্ময়কর ফোনের আরও কিছু বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি দুর্দান্ত এই স্মার্টফোনের বিরাট ডিসপ্লের কথা বলি তবে এই নিবন্ধটি শুরুতে আমরা আপনাদের জানিয়ে, এতে 6.49 ইঞ্চির FHD+ LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই ফোনের স্ক্রিনে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ব‍্যবহার করা হয়েছে। যার ফলে ফোনটি জলে ভেজা হাত অথবা গ্লাভস পরেও ব‍্যবহার করা যাবে।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনটি Android 12 দ্বারা চালিত হয়। যা পরবর্তীতে আপনি Android 13-এ আপডেট করতে পারবেন। এছাড়া যদি দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী প্রসেসরের কথা বলি, তবে এতে Qualcomm Snapdragon 695-এর চিপসেট ব্যবহার করা হয়েছে। ফোনটি বর্তমানে ভারতের বাজারে 6GB RAM+128GB স্টোরেজে উপলব্ধ রয়েছে।

যদি দুর্ধর্ষ এই স্মার্টফোনের শক্তিশালী ক্যামেরার কথা বলি, তবে এতে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 64 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে এতে 16 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। যদি দুর্দান্ত এই ফোনের ব্যাটারির কথা বলি, তবে এতে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 4,800Ah-এর ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে। আমরা আপনাদের বলি, এই ফোনটি বর্তমানে Midnight Black এবং Pine Green এই দুটি কালারে উপলব্ধ রয়েছে, যা কিনতে হলে আপনাকে ভারতীয় বাজারে প্রায় 51,000 টাকা ব্যয় করতে হবে।

Advertisements