ফের ভারত সহ বিশ্ববাজার উত্তপ্ত করতে নতুন পদক্ষেপ নিল স্মার্টফোন নির্মাণ কোম্পানি Nothing। গত বছর এই স্মার্টফোন নির্মাণ কোম্পানি Nothing Phone 1 লঞ্চ করেছিল। সেই ফোন গ্রাহকদের কাছেও বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছিল। ফলে ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরের শেষ লগ্নে নিজেদের নতুন স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে Nothing। তবে ফোনটি লঞ্চ হওয়ার আগেই একাধিক বৈশিষ্ট্য প্রকাশ্যে এসেছে। চলুন দেখে নেওয়া যাক কেমন হতে চলেছে Nothing Phone 2-এর দুর্দান্ত ফির্চাস-
যদি Nothing Phone 2-এর ডিসপ্লের কথা বলি, তবে এই স্মার্টফোনে 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে থাকতে পারে বলে মনে করছেন মোবাইল বিশেষজ্ঞরা। পাশাপাশি দুর্দান্ত এই স্মার্ট ফোনে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট দেখতে পাওয়া যাবে বলেও মনে করা হচ্ছে। দুর্দান্ত প্রসেসরের পাশাপাশি অবাক করা ক্যামেরা সেটআপ থাকবে Nothing Phone 2 তে। 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি এই ফোনে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের এই নতুন ফোনটিতে 8 GB RAM এবং 128 GB অভ্যন্তরীণ স্টোরেজ যুক্ত হবে। যা চলতি বছরের 19শে জুলাই লঞ্চ করা হবে বিশ্বব্যাপী। যদি চোখ ধাঁধানো এই স্মার্টফোনের ব্যাটারির কথা বলি, তবে এই ফোনটিতে একটি 4700mAh Li-Polymer ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। যেটি 66W ওয়ারলেস ফার্স্ট চার্জিং সহ উপলব্ধ হবে বিশ্ববাজারে। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, সে ক্ষেত্রে এর প্রারম্ভিক মূল্য 39,990 টাকা হতে পারে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ব্ল্যাক এবং গোল্ড দুটি কালার অপশনে ফোনটি পাওয়া যাবে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।







