জলের দরে কিনুন প্রিমিয়াম স্মার্টফোন, 12 হাজার টাকা ছাড়ে বিক্রি হচ্ছে OnePlus-এর ধাসু ফোন

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G প্রিমিয়াম স্মার্টফোন ক্রয় করতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের সামনে এমন একটি দুর্দান্ত…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G প্রিমিয়াম স্মার্টফোন ক্রয় করতে চান, তবে এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের সামনে এমন একটি দুর্দান্ত অফার তুলে ধরতে চলেছি, যেটি ব্যবহার করে আপনি OnePlus-এর ধাসু ফোন ক্রয় করতে পারবেন 12 হাজার টাকা কম মূল্যে। শুরুতেই আমরা আপনাদের জানিয়ে রাখি, OnePlus-এর যে স্মার্টফোনটিতে অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে, সেটি বর্তমানে ভারতীয় বাজারে লঞ্চ হাওয়া সেরা স্মার্টফোন গুলোর মধ্যে একটি। যার শক্তিশালী ক্যামেরা এবং দুর্দান্ত প্রসেসর দেখলে অবাক হয়ে যাবেন আপনারাও। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, OnePlus 11 5G ধাসু ফোনের দুর্দান্ত বৈশিষ্ট্য সম্পর্কে-

Advertisements

দুর্দান্ত এই স্মার্টফোনের দামের প্রসঙ্গে বলার আগে যদি এর বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে ফোনটিতে 6.7 ইঞ্চির 2K Super Fluid AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। এছাড়া এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 চিপসেটের পাশাপাশি 100 ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

Advertisements

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে এর বেস ভেরিয়েন্টের (8GB RAM + 128GB স্টোরেজ) দাম নির্ধারণ করা হয়েছে 56,999 টাকা এবং উপরের ভেরিয়েন্টের (16GB RAM + 256GB স্টোরেজ) দাম নির্ধারণ করা হয়েছে 61,999 টাকা। তবে দুর্দান্ত এই স্মার্টফোনটি বিক্রির ক্ষেত্রে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে Amazon। অনলাইন বেসিস এই শপিং সেন্টার থেকে আপনি OneCard ক্রেডিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে সরাসরি দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া, দুর্দান্ত এই স্মার্টফোনের ওপর 10,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে Amazon। ফলে দুটি অফার গ্রহণ করে আপনি 12 হাজার টাকা কম মূল্য করতে পারবেন দামদার ফোনটি।

Advertisements