এবার ফোনের পেছনে চলবে রক্তের ধারা! OnePlus নিয়ে আসতে চলেছে বিস্ময়কর স্মার্টফোন

পৃথিবীর প্রথম মোবাইল প্রস্তুতকারক সংস্থা হিসেবে OnePlus এই অনন্য কনসেপ্ট নিয়ে লঞ্চ করতে চলেছে তাদের প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 11। তবে প্রিমিয়াম এই ফোনটি বিশ্ববাজারে লঞ্চ…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

পৃথিবীর প্রথম মোবাইল প্রস্তুতকারক সংস্থা হিসেবে OnePlus এই অনন্য কনসেপ্ট নিয়ে লঞ্চ করতে চলেছে তাদের প্রিমিয়াম স্মার্টফোন OnePlus 11। তবে প্রিমিয়াম এই ফোনটি বিশ্ববাজারে লঞ্চ করার আগে গ্রাহকদের জন্য দারুন একটি সুযোগ এনে দিয়েছে কোম্পানিতে। ফোনটি বিভিন্ন স্থানে প্রদর্শন করানোর ব্যবস্থা করছে চীনা এই সংস্থাটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ভারতের দিল্লিতেও গ্রাহকদের বিশেষ এক্সপেরিয়েন্সের জন্য একটি ছোট্ট কনসেপ্ট মেলার আয়োজন করবে তারা।

Advertisements

আমরা আপনাদের জানিয়ে রাখি, 2023 সালের ফেব্রুয়ারি মাসে OnePlus প্রথম সংস্থা হিসেবে ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেস (MMC) ইভেন্টে অনন্য ব্যাক প্যানেল সহ দুর্দান্ত কনসেপ্ট ফোন উপস্থাপন করেছিল। ফোনটির পিছনে যে দুর্ধর্ষ প্যানেলটি ব্যবহার করা হয়েছে, সেটি হাইটেকনোলজির কুলিং সিস্টেম বলেও জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। OnePlus সংস্থার তরফ থেকে এই কুলিং সিস্টেমের নাম দেওয়া হয়েছে Active CryoFlux Technology।

Advertisements

যদি দুর্দান্ত এই ফোনের ব্যাকপ্যানেলের কথা বলি, তবে আপনারা জানলে অবাক হবেন যে, এই ফোনের ব্যাক প্যানেলে লাল-নীল আলোর রেস দেখা যাবে। মনে হবে ফোনের ব্যাক প্যানেলে ছোট ছোট পাইপের মধ্য দিয়ে দ্রুত গতিতে আলো প্রবাহিত হচ্ছে। যা আপনারা মানব শরীরের রক্ত এবং শিরার সাথে সাদৃশ্য খুঁজে পাবেন।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, এটি দেখে রক্ত ভেবে নেওয়ার কোন কারণ নেই। হাতের স্মার্টফোনটিকে প্রিমিয়াম লুক দেওয়ার জন্য এই কনসেপ্টটি ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, এটি অত্যন্ত আধুনিক মডেলের কুলিং সিস্টেম। যারা হাই-কোয়ালিটির গেমিং বা রেজুলেশনে অ্যানিমেশনের কাজ করবে, তাদের কথা ভেবেই মূলত এই ধরনের কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে ফোনটিতে।

Advertisements