‘ড্রিম ফোন’ লঞ্চ করলো OnePlus! 108MP ক্যামেরা সহ থাকছে অবিশ্বাস্য ফির্চাস

5G স্মার্টফোনের বাজার দখল করতে উঠে পড়ে লেগেছে জনপ্রিয় ফোন নির্মাণ কোম্পানি OnePlus। বিগত এক বছরে একাধিক দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে চীনা এই সংস্থাটি।…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

5G স্মার্টফোনের বাজার দখল করতে উঠে পড়ে লেগেছে জনপ্রিয় ফোন নির্মাণ কোম্পানি OnePlus। বিগত এক বছরে একাধিক দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করেছে চীনা এই সংস্থাটি। ইতিমধ্যে ভারতের বাজারে Redmi, Vivo, Oppo সহ একাধিক ব্রান্ডকে পেছনে ফেলেছে OnePlus। আমরা আপনাদের জানিয়ে রাখি, বিগত এক বছরে জনপ্রিয় এই ফোন নির্মাণ কোম্পানিটি Nord সেগমেন্টের একাধিক স্মার্ট ফোন লঞ্চ করেছে। যার মধ্যে OnePlus Nord CE 3 Lite ফোনটি বিশেষভাবে গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, OnePlus Nord 3 Lite ফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

Advertisements

OnePlus Nord CE 3 Lite ফোনটি গ্রাহকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় হয়ে উঠেছে এর দামদার ক্যামেরার জন্য। এই স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট-আপের সাথে একটি শক্তিশালী সেলফি ক্যামেরা প্রদান করা হয়েছে। 108 মেগাপিক্সেলের প্রধান সেন্সরের সাথে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনে। পাশাপাশি সেলফি তোলার জন্য OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও প্রদান করা হয়েছে।

Advertisements

যদি OnePlus Nord CE 3 Lite স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লের কথা বলি, তবে এই ফোনে 6.72 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা 1,800 x 2,400 পিক্সেল রিজল্যুশন সাপোর্ট করতে সক্ষম। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী প্রসেসরের কথা বলি, তবে এতে স্ন্যাপড্র্যাগন 695 5G প্রসেসর ব্যবহার করা হয়েছে। বর্তমানে ফোনটি 8GB/16GB RAM এবং 256GB Storage-এর সাথে উপলব্ধ রয়েছে বিশ্ববাজারে। আপনি চাইলে ফোনটির ধারণ ক্ষমতা 1TB পর্যন্ত বাড়াতেও পারবেন। এছাড়া 67W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাকও দেখতে পাবেন। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বলি, তবে ভারতের বাজারে এর প্রারম্ভিক মূল্য 19,999 টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisements