চায়না ফোন নির্মাণ কোম্পানি Oppo এখন ভারতীয় বাজারে নিজেদের অধিপত্য বিস্তার করতে ব্যস্ত রয়েছে। মোবাইল প্রেমীদের কাছে নিজেদের ফোন আকর্ষণীয় করে তুলতে সমস্ত প্রকার নতুন টেকনোলজির ব্যবহার করছে চায়না। তাছাড়া সবচেয়ে কম টাকায় সর্বাধিক ফির্চাস সম্মিলিত ফোন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে Oppo।
ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছর আরও একটি সুপার মডেলের নতুন মোবাইল বাজারে লঞ্চ করতে চলেছে চায়না এই মোবাইল নির্মাণ কোম্পানিটি। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, Reno 9 সিরিজের মোবাইল খুব শীঘ্রই বাজারে বিক্রি শুরু করবে তারা। 5G নেটওয়ার্ক সাপোর্ট করতে পারা এই মোবাইলটি গ্রাহকদের কাছে প্রথম পছন্দর ফোন হবে বলে মনে করছেন Oppo কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কোম্পানির তরফ থেকে আরও বলা হয়েছে, Reno 9 সিরিজের স্মার্টফোন Reno 9 Pro এবং Reno 9 Pro Plus ভেরিয়েন্টে বাজারে বিক্রি করা হবে। যদি ফোনটির বৈশিষ্ট্যের কথা বলি, সে ক্ষেত্রে Square Column Snap Dragon 778G শক্তিশালী প্রসেসর ব্যবহার করা হচ্ছে মোবাইলটিতে। যা আপনার ফোনকে ভিতর থেকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে।
যদি এই মোবাইলের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে 6.7 ইঞ্চির অ্যামোলেট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। তাছাড়া 120hz রিফ্রেশ রেটের সাথে ফোনটি বাজারে উপলব্ধ হবে। ফোনটিতে 4,500wAh ব্যাটারির পাশাপাশি 57 Watt first চার্জিং এর সুবিধা দেওয়া হয়েছে। যদি দামের কথা বলি সে ক্ষেত্রে আমরা আপনাদের জানিয়ে রাখি, কোম্পানির তরফ থেকে এখনো এই ফোনের দাম প্রকাশ করা হয়নি। তবে 64MP এই সুপার ফোনের দাম 49,000 টাকা থেকে শুরু হতে পারে।







