Realme 10 pro Plus: 108MP ক্যামেরা সহ সবচেয়ে হালকা ফোন নিয়ে এলো Realme, কেনার জন্য লাইন দিচ্ছেন গ্রাহকরা

চায়না মোবাইল ফোন নির্মাণ কোম্পানি Realme একের পর এক দুর্দান্ত স্মার্ট ফোন অফার করছে তার গ্রাহকদের জন্য। প্রতিদিন নিত্যনতুন মডেলের পাশাপাশি দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে মোবাইল…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

চায়না মোবাইল ফোন নির্মাণ কোম্পানি Realme একের পর এক দুর্দান্ত স্মার্ট ফোন অফার করছে তার গ্রাহকদের জন্য। প্রতিদিন নিত্যনতুন মডেলের পাশাপাশি দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে মোবাইল ফোন নির্মাণে মন দিয়েছে সংস্থাটি। কম দামে ভালো স্মার্টফোন পেতে হলে অবশ্যই গ্রাহকরা প্রথম পছন্দের তালিকায় রাখেন Realme কে। এবার গ্রাহকদের পছন্দের তালিকায় আরও একটি দুর্দান্ত বৈশিষ্ট্যের স্মার্টফোন যুক্ত করতে চলেছে এই মোবাইল ফোন নির্মাণ কোম্পানি। আজ এই নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, Realme 10 pro Plus ফোনের চোখ ধাঁধানো বৈশিষ্ট্য সম্পর্কে।

Advertisements

Realme 10 pro Plus ফোনটি 5G নেটওয়ার্ক কানেকশনের সাথে উপলব্ধ হবে বিশ্ব বাজারে। যদি এই ফোনটির বৈশিষ্ট্যের কথা বলি সে ক্ষেত্রে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, 6.7-ইঞ্চি কার্ভড OLED ডিসপ্লে পাবেন গ্রাহকরা। যা 120 Hz রিফ্রেশ রেট সমর্থন করে। তাছাড়া ফোনটির ডিসপ্ল 2412 x 1080 পিক্সেল রেজোলিউশনের সাথে বাজারে উপলব্ধ হবে। এছাড়াও, এই মোবাইলে প্রসেসরের জন্য MediaTek Dimensity 1080-এর চিপসেট ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে।

Advertisements

এর পাশাপাশি Realme 10 pro Plus ফোনটি Android 13 এর ভিত্তিতে কাজ করবে বলেও আশ্বস্ত করা হয়েছে। যদি ফোনটির ক্যামেরা সম্পর্কে বলি, তবে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া হয়েছে। তাছাড়া, সেলফি তোলার জন্য এই ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স ব্যবহার করেছে কোম্পানি।

এছাড়া যদি Realme 10 pro Plus ফোনটির ব্যাটারি সম্পর্কে বলি, তবে এই ফোনটি 5000mAh ব্যাটারির সঙ্গে বাজারে উপলব্ধ হবে। পাশাপাশি 67watt ফাস্ট চার্জিং করার সুবিধা প্রদান করেছে Realme। চায়না কোম্পানির তরফ থেকে দাবি করা হয়েছে, শক্তিশালী চার্জার Realme 10 pro Plus ফোনটিতে মাত্র 15 মিনিটের সম্পূর্ণ চার্জ করতে সক্ষম। যদি দুর্দান্ত এই ফোনটির দামের কথা বলি, সেক্ষেত্রে 25,999 টাকার ফোনটি ফ্লিপকার্টে 3% ছাড়ে 24,999 টাকায় ক্রয় করতে পারবেন।

Advertisements