Realme 10T: কম টাকায় কিনুন শক্তিশালী 5G ফোন, Realme 10T-র দাম শুনলে হতবাক হবেন আপনিও

স্মার্টফোন প্রেমীদের জন্য সুসংবাদ নিয়ে এলো মোবাইল নির্মাণ কোম্পানি Realme। গ্রাহকদের চাহিদা মেটাতে কম দামের মধ্যে দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে Realme 10T 5G মোবাইলটি লঞ্চ করেছে…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

স্মার্টফোন প্রেমীদের জন্য সুসংবাদ নিয়ে এলো মোবাইল নির্মাণ কোম্পানি Realme। গ্রাহকদের চাহিদা মেটাতে কম দামের মধ্যে দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে Realme 10T 5G মোবাইলটি লঞ্চ করেছে কোম্পানি। আজ আমরা এই নিবন্ধে ফোনটির দুর্দান্ত ফিচার্সের সঙ্গে দাম এবং কোথা থেকে কেনা যাবে সেই প্রসঙ্গে আপনাদের জানতে চলেছি।

Advertisements

যদি ফোনটির ফিচার্স সম্পর্কে বলি, তবে এই ফোনে রয়েছে MediaTek Dimensity 810 5G প্রসেসর। তার সঙ্গে 50MP-এর শক্তিশালী প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এছাড়া 2MP পোর্ট্রেট ক্যামেরা এবং 8CM ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। Android 12 ভিত্তিক এই স্মার্টফোনটি realme UI 3.0 দ্বারা চালিত হবে।

Advertisements

পাশাপাশি এই ফোনটিতে রয়েছে 90Hz রিফ্রেশ রেটের সঙ্গে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। দুর্দান্ত এই ফোনটি 5000mAh ব্যাটারির সাথে উপলব্ধ হবে বাজারে। কোম্পানির তরফ থেকে জানা গেছে, Realme 10T 5G মোবাইলটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 8GB RAM+128GB storage এবং 12GB RAM+ 256GB storage-এর সঙ্গে ফোনটি অনলাইন প্লাটফর্ম থেকে কেনা যাবে। যদি দামের কথা বলি, সেক্ষেত্রে 8GB RAM+128GB storage ফোনটি কিনতে খরচ করতে হবে 16,700 টাকা এবং 12GB RAM+ 256GB storage ফোনটি কিনতে খরচ হবে 21,000 টাকা।

আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই ফোনটি শুধুমাত্র একটি কালারে উপলব্ধ রয়েছে। ব্লু-কালারের মধ্যে ড্যাশ ব্লু এবং ইলেকট্রিক ব্লু কালার অপশনে পাওয়া যাবে ফোনটি। এটি Shopee এবং Lazada মত সাইট থেকে কেনা যাবে। তাছাড়া আর কোনো ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে কিনা সে প্রসঙ্গে কোনো রকম তথ্য দেয়নি কোম্পানি।

Advertisements