Realme GT Neo 5 Pro: Xiaomi-কে টেক্কা দিতে দুর্দান্ত ফোন লঞ্চ করল Realme, 50MP ক্যামেরা সহ থাকছে অবিশ্বাস্য ফির্চাস

যদি ভারতীয় বাজারে স্মার্টফোনের কথা বলি, তবে এই মুহূর্তে যে দুটি কোম্পানি সবচেয়ে বেশি সফলভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করছে তারা হল Xiaomi এবং Realme। এই…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

যদি ভারতীয় বাজারে স্মার্টফোনের কথা বলি, তবে এই মুহূর্তে যে দুটি কোম্পানি সবচেয়ে বেশি সফলভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করছে তারা হল Xiaomi এবং Realme। এই দুটি কোম্পানিই একের পর এক দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করে গ্রাহকদের অবাক করে দিচ্ছে। সবচেয়ে কম দামে সেরা ফির্চাস অফার করছে কোম্পানি দুটি। বলতে গেলে, ভারতীয় বাজারে এরাই একে অন্যের চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করছে।

Advertisements

সম্প্রতি, চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Realme ভারতীয় বাজার দখলে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। Xiaomi স্মার্টফোনের নানী স্মরণ করাতে সবচেয়ে কম দামের সেরা 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme। জানা গেছে, চলতি মাসে ভারতের বাজারে উপলব্ধ হবে অবিশ্বাস্য এই স্মার্টফোনটি। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, Realme GT Neo 5 Pro স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

Advertisements

প্রথমেই যদি Realme GT Neo 5 Pro স্মার্টফোনের দুর্দান্ত ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে একটি 6.74-ইঞ্চির Amoled ডিসপ্লে প্যানেল লক্ষ্য করা যাবে। যা 144Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। দুর্দান্ত এই স্মার্টফোনের ডিসপ্লেটি হবে Bezel-less with punch-hole ডিসপ্লে। যা আপনাকে একটি প্রিমিয়াম ফোনের অনুভব করাবে। যদি পাওয়ার ব্যাংকের কথা বলি তবে জানলে অবাক হবেন, এই স্মার্টফোনে 150W Super VOOC চার্জিং সাপোর্ট সহ 5,000mAh-এর শক্তিশালী ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে।

যদি শক্তিশালী এই স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে বলি, তবে এতে Qualcomm Snapdragon 8 Plus Gen 1-এর শক্তিশালী চিপ-সেট দেখা যাবে। পাশাপাশি 8GB RAM এবং 256GB storage-এর সাথে এই স্মার্টফোনটি বাজারে উপলব্ধ হবে। যদি সুপার ফোনের দুর্দান্ত ক্যামেরা সম্পর্কে বলি, তবে এতে 50 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর লক্ষ্য করা যাবে। পাশাপাশি 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেওয়া হয়েছে ফোনটিতে। দামের কথা বললে আমরা আপনাদের জানিয়ে রাখি, ফোনটি ভারতের বাজারে 31,690 টাকায় বিক্রি করা হতে পারে।

Advertisements