আজকাল মানুষের প্রথম পছন্দের ব্রান্ড হয়ে উঠেছে চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Redmi। বিগত কয়েক বছরে একের পর এক দামদার স্মার্ট ফোন লঞ্চ করে গ্রাহকদের অবাক করে দিয়েছে এই সংস্থাটি। যদি এই মুহূর্তে আপনি একটি দুর্দান্ত মুঠোফোন ক্রয় করতে চান, তবে আজকের এই নিবন্ধটি সম্পূর্ণ আপনার জন্য। আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দিতে চলেছি, চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Redmi-র ধাসু স্মার্টফোনের সঙ্গে। যেটি ইতিমধ্যে অবিশ্বাস্য ফির্চাসের কারণে গ্রাহকদের কাছে অন্যতম পছন্দের স্মার্ট ফোন হয়ে উঠেছে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Redmi-র মডিফাই স্মার্টফোন Redmi 12C-র দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে-

নিবন্ধের প্রথমে আমরা আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি চীনা এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা নিজেদের পুরনো একটি মডেলকে মডিফাই করে নতুন ভাবে লঞ্চ করেছে ভারতের বাজারে। যা ইতিমধ্যে বেশ পছন্দ করেছেন গ্রাহকরা। ইতিপূর্বে Redmi 12C স্মার্টফোনটি 4GB RAM ও 64GB Storage এবং 6GB RAM ও 128GB Storage-এ উপলব্ধ ছিল ভারতের বাজারে। তবে এই দুটি মডেলকে মিক্স করে সম্প্রতি 4GB RAM ও 128GB Storage-এর সঙ্গে দামদার স্মার্ট ফোন লঞ্চ করেছে কোম্পানিটি।

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে বলি, তবে প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি Redmi 12C স্মার্টফোনে একটি 6.71 ইঞ্চির HD+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়া প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G85 চিপসেট। যদি দুর্দান্ত এই স্মার্টফোনের শক্তিশালী ক্যামেরার কথা বলি, তবে এতে 50 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে। 10W ফাস্ট চার্জিং সাপোর্টসহ 5000mAh ব্যাটারি প্যাক সম্পন্ন এই স্মার্টফোনটি চাইলে আপনি বাজার থেকে 9,999 টাকায় ক্রয় করতে পারবেন। যা বর্তমান সময়ে ভারতীয় বাজারে একটি সেরা ডিল হয়ে উঠতে পারে আপনার জন্য।







