৪,০০০ হাজার টাকার ডিসকাউন্ট! জলের দরে কিনুন রেডমির এই ৩টি স্মার্টফোন

এই সুযোগ আর অবহেলার মিস করবেন না। আজকেই গ্রহণ করুন স্মার্টফোনের ওপর এই বাম্পার ডিসকাউন্ট। যদি এই মুহূর্তে আপনি দুর্দান্ত একটি স্মার্টফোন ক্রয় করতে চান,…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

এই সুযোগ আর অবহেলার মিস করবেন না। আজকেই গ্রহণ করুন স্মার্টফোনের ওপর এই বাম্পার ডিসকাউন্ট। যদি এই মুহূর্তে আপনি দুর্দান্ত একটি স্মার্টফোন ক্রয় করতে চান, তাহলে আজকের নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়ুন। কারণ আজকের নিবন্ধে আমরা আপনাদের জানাতে চলেছি, চীনা মোবাইল প্রস্তুত করার সংস্থার রেডমি তার ৩টি ধাসু স্মার্টফোনের ক্ষেত্রে ৪,০০০ টাকা ডিসকাউন্ট ঘোষণা করেছে। ফলে একরকম জলের দরে আপনিও ক্রয় করতে পারবেন একটি দামদার স্মার্টফোন। চলুন দেখে নেওয়া যাক, কোন ফোনের উপর ডিসকাউন্ট দিচ্ছে রেডমি-

Advertisements

Redmi A2: বাজারে অন্যতম সেরা এই স্মার্টফোনের বিক্রয় মূল্য ৮,৯৯৯ টাকা। যা আপনি দুর্দান্ত এই অফারের মাধ্যমে মাত্র ৬,৪৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। যদি বাজারের সেরা এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্টের কথা বলি, তবে এতে আপনি ৬.৫২ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে দেখতে পাবেন। পাশাপাশি, Android 13 সফটওয়্যারের সাথে ফোনটি ক্রয় করতে পারবেন।

Advertisements

Redmi C: বিশেষ এই তালিকায় রয়েছে রেডমির আরও একটি দামদার স্মার্টফোন। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, Redmi C স্মার্টফোনের বিক্রয় মূল্য ১৩,৯৯৯ টাকা। যা আপনি চাইলে ৭,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। এই ফোনটিতে আপনি ৬.৭১ ইঞ্চির সুপার ডিসপ্লের পাশাপাশি বিশাল ব্যাটারি ব্যাক পাবেন।

Redmi A2+: বিশেষ এই তালিকায় সবচেয়ে সেরা ফোন হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে Redmi A2+ এর নাম। 6GB RAM সহ দুর্দান্ত এই স্মার্টফোনের বিক্রয় মূল্য ১১,৯৯৯ টাকা থাকলেও বর্তমানে অফারের মাধ্যমে আপনি তা মাত্র ৭,৯৯৯ টাকায় ক্রয় করতে পারবেন। দুর্দান্ত এই স্মার্ট ফোনে আপনি ৬.৫২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লের পাশাপাশি MediaTek Helio G36 প্রসেসর দেখতে পাবেন।

Advertisements