Redmi Note 11SE: মাত্র 12,000 টাকায় কিনুন 128GB স্টোরেজের এই দামদার ফোন! জেনে নিন ফির্চাস এবং স্পেসিফিকেশন

আজকাল মানুষের প্রথম পছন্দের ব্রান্ড হয়ে উঠেছে চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Redmi। বিগত কয়েক বছরে একের পর এক দামদার স্মার্ট ফোন লঞ্চ করে গ্রাহকদের অবাক…

Published By: Saikat Sarkar | Published On:
Advertisements

আজকাল মানুষের প্রথম পছন্দের ব্রান্ড হয়ে উঠেছে চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Redmi। বিগত কয়েক বছরে একের পর এক দামদার স্মার্ট ফোন লঞ্চ করে গ্রাহকদের অবাক করে দিয়েছে এই সংস্থাটি। সম্প্রতি, iPhone SE-লুকে অবিশ্বাস্য একটি স্মার্ট ফোন লঞ্চ করেছে Redmi। যা ইতিমধ্যে বেশ পছন্দ করতে শুরু করেছেন গ্রাহকরা। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০২২ সালের আগস্টে Redmi তাদের দুর্দান্ত স্মার্টফোন Note 11SE লঞ্চ করেছে ভারতের বাজারে। ফোনটির বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশনের জন্য বর্তমানে গ্রাহকরা এটি কিনতে লাইন দিচ্ছেন শো-রুমে। চলুন এই নিবন্ধে জেনে নেওয়া যাক, Redmi Note 11SE ফোনের দাম, ফির্চাস এবং স্পেসিফিকেশন-

Advertisements

প্রথমেই আমরা আপনাদের জানিয়ে রাখি, Redmi Note 11SE -তে থাকছে ডুয়াল সিম সাপোর্ট। এই ফোনে Android 11 অপারেটিং সিস্টেমের উপরে কোম্পানির MIUI 12.5 স্কিন চলবে। যদি দুর্দান্ত এই ফোনের ডিসপ্লে সম্পর্কে বলি, তবে আমরা আপনাদের বলি এতে 6.43 ইঞ্চির AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ফোনে শক্তি জোগাবে MediaTek Helio G95 চিপসেট। সঙ্গে থাকছে Mali-G76 MC4 GPU, 6 GB LPDDR4X RAM, 64 GB UFS 2.2 স্টোরেজ। আপনি চাইলে এই ফোনের স্টোরেজ 512 GB পর্যন্ত মেমোরি কার্ডের দ্বারা বাড়াতে পারবেন।

Advertisements

যদি দুর্দান্ত এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে বলি, তবে এতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট-আপ দেওয়া হয়েছে। Redmi Note 11 SE স্মার্টফোনে প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি 64MP ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং একটি 2MP ম্যাক্রো ক্যামেরা। Redmi Note 11SE স্মার্টফোনে যদি শক্তিশালী ব্যাটারির কথা বলি, তবে 5,000 mAh ব্যাটারির সঙ্গে আপনি 33W ফাস্ট চার্জ সাপোর্ট পাবেন। দুর্দান্ত এই স্মার্টফোনের দামের কথা বললে, বর্তমানে এর বাজার মূল্য 12,800 টাকা।

Advertisements