অবাক করা ডিজাইন সাথে দুর্দান্ত ফির্চাস, ভারতের বাজারে অবশেষে দামদার 5G স্মার্ট ফোন লঞ্চ করতে চলেছে চায়না মোবাইল প্রস্তুতকারক সংস্থা Redmi। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারত সহ বিশ্ব বাজারে Redmi Note 12-এর উত্তরসূরি হিসেবে Redmi Note 13 Pro 5G স্মার্টফোন লঞ্চ করতে চলেছে সংস্থাটি। যদি এই মুহূর্তে আপনি দুর্দান্ত একটি 5G মোবাইল ক্রয় করতে চান, তাহলে আজকের নিবন্ধটি অবশ্যই মনোযোগ দিয়ে পড়ুন। আজ আমরা এই নিবন্ধে Redmi Note 13 Pro 5G স্মার্টফোনের দাম এবং অবিশ্বাস্য ফির্চাস সম্পর্কে জানাতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-
নিবন্ধের শুরুতে যদি Redmi Note 13 Pro 5G স্মার্টফোনের অবিশ্বাস্য ডিসপ্লে সম্পর্কে বলি, তবে এতে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন আপনি। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে সক্ষম। এছাড়া দুর্দান্ত এই ডিসপ্লে 1080×2400 রেজুলেশন সমর্থন করতে পারবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে। শুধুমাত্র ডিসপ্লে নয়, ফোনের ডিজাইনের ক্ষেত্রেও আমূল পরিবর্তন এনেছে Redmi। জানা যাচ্ছে, Redmi Note 13 Pro 5G স্মার্টফোনের ডিজাইন iPhone-এর মতো দামদার হতে চলেছে।
এছাড়া ফোনটির বৈশিষ্ট্য গত দিকে বিশেষভাবে লক্ষ্য দিয়েছে সংস্থাটি। 5020mAh-এর শক্তিশালী ব্যাটারির পাশাপাশি সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে চলেছে Redmi Note 13 Pro 5G স্মার্টফোনে। তাছাড়া শক্তিশালী এই ফোনে 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার সাথে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। পাশাপাশি সেলফি তোলার জন্য এতে 32 মেগাপিক্সেলের শক্তিশালী সেলফি সেন্সর থাকতে পারে। এখানেই শেষ নয়, শক্তিশালী এই স্মার্ট ফোনে প্রসেসর হিসেবে দেখা যেতে পারে MediaTek Dimensity 9200+ -এর শক্তিশালী চিপসেট। যদিও রেডমির শক্তিশালী এই স্মার্টফোনের দাম কেমন হবে এবং কবে নাগাদ ভারতে বাজারে লঞ্চ করা হবে, সে সম্পর্কে কোন রকম তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।